প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৮, ২০২৫, ৯:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৩, ৫:১০ অপরাহ্ণ
কলকাতায় কাডেমি অফ ফাইন আর্টসে, অনুপম হালদারের, সপ্তম তম একক ফটোগ্রাফী প্রদর্শনী শুভ সূচনা
একাডেমি অফ ফাইন আর্টসে, অনুপম হালদারের, সপ্তম তম একক ফটোগ্রাফী প্রদর্শনী শুভ সূচনা হলো।
শম্পা দাস— সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগরসংবাদ ২৪ ডটকম,,কলকাতা ব্যুরো
আঠাশে সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল পাঁচটায় একাডেমি অফ ফাইন আর্টস এর গ্যালারীতে ১২৫টিরও বেশি ছবি নিয়ে এই প্রদর্শনীর শুভ সূচনা হলো , এই প্রদর্শনী চলবে আঠাশে সেপ্টেম্বর থেকে ৬ ই অক্টোবর পর্যন্ত, প্রতিদিন দুপুর ১২ টা থেকে রাত্রি আটটা পর্যন্ত, সকল দর্শক বন্ধু ও শিল্পপ্রেমী মানুষদের জন্য খোলা থাকবে।
অনুপম হালদার মহাশয় উচ্চপদস্থ সকরকারি একজন আধিকারিক এবং তার সাথে সাথে এই ফটোগ্রাফী চর্চা ও প্রদর্শনী তাকে এনে দিয়েছে অনেকদূর পর্যন্ত এবং বহু মানুষের সান্নিধ্যে । এবং তিনি বিভিন্ন দেশে পারি দিয়েছেন এই প্রদর্শনী করার জন্য, এবং বিভিন্নভাবে তিনি সম্মানিত হয়েছেন, এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী এবং সিরিয়াল খ্যাত শ্রীমতি অনামিকা সাহা, উপস্থিত ছিলেন বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী, উপস্থিত ছিলেন অভিনেত্রী মৌবনী সরকার এবং বিখ্যাত চিত্রশিল্পী অতনুপাল মহাশয় সহ অন্যান্যরা, সকলের উপস্থিতিতে ফিতে কাটার মধ্য দিয়ে এবং প্রদীপ প্রজ্জ্বলনে মধ্য দিয়ে এই প্রদর্শনী শুভ সূচনা হয়,
এরপর একে একে অতিথিদের বরণ করে নেন অনুপম হালদার মহাশয়, উত্তরীয় পরিয়ে, হাতে পুষ্পস্তবক এবং একটি স্মারক দিয়ে তাদেরকে সম্মানীত করেন। উপস্থিত অভিনেতা, অভিনেত্রীরা বলেন ,
অনুপম হালদার একজন অন্য ধরনের মানুষ, যিনি এত বড় দায়িত্বে রয়েছেন এবং যেভাবে সেই দায়িত্ব পালন করে নিজের কাজকে এইভাবে ফুটিয়ে তুলেছেন ,আমরা গর্বিত, আর অনুপমের এই প্রদর্শনীতে আমরা আসবো না এটা হতে পারে না। আমরা ওর পাশে সব সময় থাকার চেষ্টা করি,
কিন্তু আমরা যে জগতে রয়েছি, আমাদের চাপ থাকে তবুও চেষ্টা করি অনুপমের পাশে এসে থাকার জন্য, অনুপম হালদার মহাশয় বিভিন্ন দেশে পাড়ি দিয়েছেন এবং বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন, কলকাতা জার্নালিস্ট আওয়ার্ড, জাতীয় ললিতকলা একাডেমির দ্বারা স্বীকৃতি, পশ্চিমবঙ্গ সরকারের চারুকলা পর্ষদ দ্বারা স্বীকৃতি, ন্যাশনাল একাডেমি অফ ফটোগ্রাফি অ্যাওয়ার্ড সহ আরো অন্যান্য পুরস্কার। অনুপম হালদারের প্রদর্শনী মানে গ্যালারী ভর্তি দর্শকের উপস্থিতি।
শম্পা দাস— সম্পাদক,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ ডটকম,,কলকাতা ব্যুরো
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.