দৃষ্টিহীন ভাইবোনদের সাথে ..শারদীয়া'র.. রাখী বন্ধন উৎসব পালিত হলো,
কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায়
আজ ৩০ শে আগস্ট ২০২৩, ঠিক বিকেল চারটায়, কলকাতার, দ্য লাইট হাউজ ফর দ্য ব্লাইন্ড , স্কুলের প্রেক্ষাগৃহে , দৃষ্টিহীন ভাইবোনদের সাথে রাখী বন্ধন উৎসব পালন করল, ,,শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট, ,,।
এই রঙিন উৎসব থেকে যারা সবসময় ব্রাত্য সেই দৃষ্টিহীন ভাইদের হাতে রাখী বেঁধে দিল দৃষ্টিহীষ বোনেরা সহ শারদীয়ার সদস্যরাও, বঞ্চিত হননি শারদীয়ার সদস্যরাও, তাদের হাতেও রাখী বেঁধে দিল ওই স্কুলের দৃষ্টিহীন বোনেরা। এদিন লাইট হাউজ ফর দা ব্লাইন্ড স্কুলের প্রায় শতাধিক দৃষ্টিহীন ছাত্র-ছাত্রী এবং শারদীয়ার সদস্যরা ,মাতলেন এই পবিত্র রাখী বন্ধন উৎসবে
,আর এভাবেই মনের দর্শন এর মাধ্যমে সম্প্রীতির এই রাখী বন্ধন উৎসবকে সার্থকতার রূপ দিল শারদীয়ার পরিবার, । শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট এর পক্ষ থেকে সৌমন কুমার সাহা জানান, দিনান্তে এই শিশুদের হাস্য মুখর মুখগুলোই তাদের পথ চলবার পাথেয়, তার সঙ্গে তিনি এই অনুষ্ঠানে উপস্থিত সকলকে শারদীয়ার চ্যারিটেবল ট্রাস্ট এর পক্ষ থেকে তাদের এই প্রচেষ্টাকে সাফল্যমন্ডিত করে তোলবার জন্য ধন্যবাদ জানান
এবং এভাবেই ভবিষ্যতেও তাদের পাশে থেকে অনুপ্রাণিত করবার আবেদন করেন, উনি আরো বলেন ,আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিগত 10 বছরের ন্যায় এ বছরও সারা বাংলা জুড়ে প্রায় একশোর বেশি মানুষের হাতে নতুন জামা কাপড় তুলে দেবে শারদীয়া, যার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ,
আর তাদের এই উদ্যোগের তারা নাম দিয়েছেন শারদীয়ার আনন্দধারা, আজ দৃষ্টিহীন বোনেদের হাতে রাখী পড়ে ভাইয়েরা আনন্দ উপভোগ করলেন, শুধু তাই নয় একটি সুন্দর সংগীতের মধ্য দিয়ে রাখী বন্ধন উৎসবকে আলোকিত করলেন, সংস্থার কর্ণধার সৌমন কুমার সাহা , রাখী পড়ানোর সাথে সাথে তাদের হাতে কেক, লজেন্স, চকলেট ও অন্যান্য খাবার সামগ্রী তুলে দেন।