শম্পা দাস— সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগরসংবাদ ২৪ ডটকম,,কলকাতা ব্যুরো
মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করে যায় প্রতিবেশী সোশ্যাল অরগানাইজেশান।
এই সংস্থার উদ্যোক্তা সৌমিক গাঙ্গুলি নিজে যেমন মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করে যান তেমনি যারা সমাজে নিজেদের জীবনে নানান সংগ্রাম করে জীবনে এগিয়ে চলেছেন
এবং নিজেদের কাজ এবং চেষ্টার দ্বারা সমাজে নিজেদের জীবন যাত্রার অনন্য মাত্রা রেখেছেন সেরুপ বিশিষ্ট নারীদেরকে সৌমিক গাঙ্গুলি “দশভূজা সম্মানে” সম্মানিত করেন।
যেখানে সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত থেকে শুরু করে জীবনে চ্যালেঞ্জ নিয়েও এগিয়ে চলার নজির রেখেছেন নানান ভাবে সেরুপ বিশিষ্ট মহিলা সাংবাদিকদেরকেও এই “দশভূজা” সম্মানে সম্মানিত করা হয়।
যাদের মধ্যে উল্লেখ্য হলেন সমাজসেবী তথা মানবাধিকার কর্মী তথা বিশিষ্ট সাংবাদিক শাশ্বতী দাস, বিশিষ্ট কবি তথা লেখিকা তথা মানবিক মনোভাবাপন্ন এবং আধ্যাত্মিকতায় বিশ্বাসী সাংবাদিক এবং সঞ্চালিকা তনুশ্রী গুহ।
এছাড়াও উপস্থিত ছিলেন- সাংবাদিক সম্পা দাস-সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগরসংবাদ ২৪ ডটকম,,কলকাতা ব্যুরো।
শিল্পি গীতশ্রী মহাশয়া প্রমুখ বিশিষ্টরা। এছাড়াও আরও বিশিষ্টদের উপস্থিতিও দেখা যায়।
সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত বহু গুণী ব্যক্তিত্বদের যেমন এখানে সম্মাননা জানানো হয় তেমনি এই উদ্যোগটির প্রধান কর্ণধার সৌমিক গাঙ্গুলি এদিন বিনা মূল্যে চক্ষুপরীক্ষা শিবিরেরও আয়োজন করেন।
যে কাজটিরও খুব প্রশংসা করেন সবাই। এদিন দশভূজা সম্মানে সম্মানিতরা তাদের জীবন কাহিনী ব্যক্ত করেন যেটি সেখানে উপস্থিত সকলের মনে এক অনুপ্রেরণা জোগায়।
এদিন এই উদ্যোগের কর্ণধার সৌমিক গাঙ্গুলি বলেন এই বিষয় নিয়ে যে, “তিনি আগামীতেও মানুষের সেবায় নিজেকে এভাবেই নিয়জিত রাখতে চান এবং মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করাই তার জীবনের পরম উদ্দেশ্য।”