বহু বছর ধরে অপেক্ষায় ছিলেন, জগদ্ধাত্রী মাকে প্রতিষ্ঠা করবেন সোম বাড়ীতে, অবশেষে সত্যি হয়ে উঠলো আর জগদ্ধাত্রী মা প্রতিষ্ঠিত হলো সোম বাড়ীতে,, আর আনন্দে মেতে উঠলেন সোম পরিবার, সবাই একসাথে মিলিত হলেন,,,
আত্মীয় স্বজন সবাই,, সাথী সোম ও বিশ্বজিৎ সোম এর উদ্যোগে , , বাবা ও মায়ের পৈত্রিক বাড়ীতে , বড়িশা পূর্ব পারায় , মা এর উপস্থিতিতে প্রথম প্রতিষ্ঠা করলেন জগদ্ধাত্রী পূজো,,
সমস্ত কিছু নিয়ম মেনে হোম যঞ্জ করে ,এবং সকল অতিথিদের ঠাকুরের ভোগ খাইয়ে সোম বাড়ীর উদ্যোগতা নিজেকে ধন্য মনে করলেন। এবং বলেন কোনো কিছুই একার পক্ষ্যে করা সম্ভব নয়,, ,যদি সবাই সহযোগিতা না করে, পরিবারের সবাই পাশে না থাকলে, আমি কৃতজ্ঞ সবার কাছে,,,আমি চেষ্টা করবো সবার সহযোগিতা নিয়ে যেন মাকে আনতে পারি , ।
আর সবাইকে ছোট অনুষ্ঠানের মধ্য দিয়ে সকল বাচ্চাদের আনন্দ দিতে পারি,, । পরিবারের প্রধান,পরিবারের প্রধান, মঞ্জু রানী সোম মা,,,,,,,
, এছাড়া বিশ্বজিৎ সোম মেজ ছেলে,,, সাথী সোম মেজ বৌমা যাহার , দেবস্মিতা সোম মেয়ে, অনুভব সোম ছেলে উদ্যক্ত,,, সহ বাড়ীর বড়দা ,বৌদি, ভাইজি, ও ছোটো ভাইয়ের বাড়ীর সকলের সহযোগিতা আমাকে অনেক সাহস যোগিয়েছে,
আমার সাহস যোগিয়েছে, এমনকি পাড়ার সকল প্রতিবেশি আমার ডাকে সারা দিয়ে সহযোগিতার হাত বারিয়ে দিয়েছে, আমি হয়তো বেশি ধূম ধাম করে কিছু করতে না পারলেও চেষ্টা মাকেসন্তূষ্টকরা,,,,আর সকলকে নিয়ে চলা,,