, এই মিছিলে প্রায় পঞ্চাশটিরও বেশি বিভিন্ন সংগ্রাম কমিটি যুক্ত হন,, মিছিলে যুক্ত হন ,সারা বাংলা প্রাথমিক শিক্ষক সমিতি, নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতিসহ অন্যান্য কমিটিরা.. শ্রমিক কর্মচারী শিক্ষক শিক্ষা কর্মী ও পেনশনারদের ২৭ দফা দাবি নিয়ে আজ এই বিধানসভা অভিযান এবং রাজ্যপালের কাছে স্মারকলিপি প্রধান, উপস্থিত ছিলেন প্রাক্তন মেয়র ও আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় এ ছাড়া অন্যান্যরা, দাবীগুলি হল.. কেন্দ্রীয় হারে বকেয়া সহ ৩৫ শতাংশ মহার্ঘ ভাতা অবিলম্বে প্রদান করতে হবে. রাজ্য সরকারি দপ্তর ও বিদ্যালয়ের সমস্ত শুন্যপথ স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগ করতে হবে., শিক্ষক নিয়োগের পরীক্ষায় উত্তীর্ণ যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের অবিলম্বে নিয়োগ করতে হবে....। নারীদের উপর সংঘটিত সমস্ত ধরনের অপরাধ দমন করতে হবে..।...। আজকের এই অভিযান কে প্রশাসন ব্যর্থ করে দেন মিছিল যখন সুবোধ মল্লিক স্কয়ার থেকে কর্পোরেশন অভিমুখে আসছিল ঠিক সেই সময় কর্পোরেশনের সামনে প্রশাসনের লোকেরা ব্যারিকেট করে আটকে দেন, সাথে জলকামান এর ব্যবস্থা রাখেন। যাতে ব্যারিকেড ভাঙতে গেলে তারা জল কামান ব্যবহার করতে পারেন ,আগে থেকেই তারা সজাগ ছিলেন এবং শুধু মিছিলের দিকেই নয়, তারা সাংবাদিকদের সেখান থেকে সরে যেতে বলেন, অনেক আগে থেকেই বহু পুলিশ মোতায়ন করা হয়, এমনকি অফিসারেরা ব্যারিকেডের সামনে মোতায়েন ছিলেন। ছিলেন আইপিএস ,কিন্তু মিছিল যখন ব্যারিকেডের সামনে এসে পৌঁছায় ,প্রশাসনের কর্তারা তাহাদের সাথে প্রথমে আলোচনা করেন, ও বোঝানোর চেষ্টা করেন, আলোচনার পর মিছিলের প্রথম ভাগে যারা দায়িত্বে ছিলেন তারা ঘোষণা করেন তাদের কর্মীদের ,যে তারা এই ব্যারিকেট ভাঙবেন না, যেন কেউ কোনো রকম উত্তেজনার বসে কিছু না করে তাদের সকল কর্মীদের উদ্দেশ্যে মাইকে ঘোষণা করেন।....।। তবে তারা ওই ব্যারিকেডের সামনে বিভিন্নভাবে মাননীয় মুখ্যমন্ত্রী ও তার ভাইপোকে স্লোগানের মাধ্যমে ভৎসনা দিতে থাকেন এবং বিভিন্নভাবে রাজ্যের যে আইন-শৃঙ্খলা নষ্ট হচ্ছে সেগুলি বর্ণনা করেন ও মানুষের সামনে তুলে ধরেন..। তারা বলেন যে বিভিন্নভাবে বিভিন্ন অনুষ্ঠানে টাকা খরচা করছেন কিন্তু শিক্ষক থেকে শুরু করে কর্মচারীদের দিয়ে দিতে পারছেন না.,। আর আজকের মঞ্চ থেকে ঘোষণা করে জানান আজ আমরা কিছু করছি না ,তবে যদি আমাদের দাবী না মেটে ,আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন করবেন, তখন দেখবো ব্যারিকেড দিয়ে কিভাবে আটকানো যায়।। আজ মিছিলে প্রায় তিন থেকে চার হাজার কর্মী পায়ে পা মেলান.।