প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৫, ৯:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৫, ২০২৩, ৯:০১ পূর্বাহ্ণ
কলকাতায় মনিপুরের ঘটনাকে কেন্দ্র করে কলকাতা কর্পোরেশনের , ডি কে এম পি, এমপ্লয়ীজ অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়ন,, একটি বিক্ষোভ মিছিল করেন।
মনিপুরের ঘটনাকে কেন্দ্র করে কলকাতা কর্পোরেশনের , ডি কে এম পি, এমপ্লয়ীজ অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়ন,, একটি বিক্ষোভ মিছিল করলেন।
কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায়
আজ ১৪ই আগস্ট সোমবার, দুপুর তিনটায় , কলকাতা কর্পোরেশন থেকে একটি মিছিল বের হয় এবং এস এন ব্যানার্জী রোড ধরে, ধর্মতলা, নিউমার্কেট হয়ে পুনরায় কলকাতা কর্পোরেশনের ভেতর ,ডি কে এম পি এমপ্লয়ীজ এন্ড ওয়ার্কার্স ইউনিয়নের অফিসের সামনে শেষ হয়। আই এন টি টি ইউ সি এর প্রধান উপদেষ্টা শোভনদেব চট্টোপাধ্যায়ের নির্দেশে এবং ইউনিয়নের সভাপতি শ্রীমন্ত ঘোষালের উপস্থিতিতে, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ প্রতিবাদে গর্জে উঠেন ও বিক্ষোভ দেখান কেন্দ্রীয় সরকারের উপর, আজকের এই মিছিলে সকলের মুখেই ছিল কালো ফিতে বাধা,
এর মাধ্যমে প্রধানমন্ত্রীকে ধিক্কার জানান, কারণ ৯০ দিন হয়ে গেল এখনো পর্যন্ত মনিপুরের ঘটনায় দোষীদের শাস্তি হলো না বা তাদেরকে ধরা হলো না। তারা বলেন যেভাবে একের পর এক হিংসাত্মক ঘটনা ঘটে চলেছে, প্রায় দুশোর বেশি মানুষ প্রাণ হারিয়েছে, এবং মহিলার উপর যেভাবে বর্বর রচিত ঘটনা ঘটেছে এটা লজ্জাকর নারী জাতীর, মাননীয় প্রধানমন্ত্রী এখনো নীরব হয়ে রয়েছেন, এছাড়াও আতঙ্কে বেশ কিছু মানুষ ঘর ছাড়া, তাই আমরা আজকের এই মিছিল থেকে বিভিন্ন প্রতিবাদের মধ্য দিয়ে ধিক্কার জানাই, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ও তাদের জন্য সহানুভূতি জানিয়েছেন যা কেন্দ্রীয় সরকার আজ পর্যন্ত করেননি, প্রায় দের থেকে ২০০ ওয়ার্কার্স ইউনিয়নের কর্মী এই মিছিলে পা মেলান, । এবং এই মিছিলের পর আজ একটি মিটিং করার আহ্বান জানান এবং সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার পর তারা বিভিন্ন কর্মীদের হোয়াটস অ্যাপের মাধ্যমে জানাবেন বলে জানালেন। এবং এইটাও জানিয়ে দিলেন 29 তারিখ কর্পোরেশনের ভেতরে তারা রাখি পূর্ণিমা উৎসব করবেন।
শম্পা দাস— সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,কলকাতা ব্যুরো
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.