প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ১০:০১ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২১, ২০২৪, ১:৩৪ পূর্বাহ্ণ
কলকাতায় মানসী সিনহা পরিচালিত, ধাগা প্রোডাকশনের ..এটা আমাদের গল্প র, ৫০তম দিন উদযাপন
মানসী সিনহা পরিচালিত, ধাগা প্রোডাকশনের ..এটা আমাদের গল্প র, ৫০তম দিন উদযাপন হলো।
”শম্পা দাস,সম্পাদক,নগর টিভি,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো""
আজ ২০ শে জুন বৃহস্পতিবার, ঠিক সন্ধ্যা ছয়টায়, ৩ নং অনিল মৈত্র রোডের সংযোগস্থলের সুধা হলে, ধাগা, গালা নাইট আয়োজিত, মানসী সিনহা পরিচালিত, শুভংকর বেরা ও সুভাষ বেরা প্রযোজিত,ধাগা প্রোডাকশনের ..এটা আমাদের গল্প...এর ৫০ তম দিন উদযাপন করলেন।
যে পারিবারিক ছবিটি ২৬ শে এপ্রিল ৫২ টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল, এবং একের পর এক হল হাউসফুল হয়ে গিয়েছিল, প্রতিটি মানুষের মনকে জয় করেছিল ছবিটি দেখে, এখনো মানুষ ছবিটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে কখন আরেকবার কখন দেখার সুযোগ পাবে, আজ দেখতে দেখতে ৫০ তম দিন অতিক্রম করল,
আর এই ৫০ তম দিনকে উদযাপন করলেন সকল শিল্পী ও কলা কৌশলীদের নিয়ে আজ, শুধু তাই নয় যে সকল হলে মুক্তি পেয়েছে এবং মানুষের জয় জয়কার, এই সকল ফলের কর্তৃপক্ষকে আজকে সম্মানিত করলেন স্মারক দিয়ে,
এবং পরিচালক মানসী সিনহা জানালেন, এটা আমার একার কৃতিত্ব নয়, আমার সকল পরিবারের কৃতিত্ব যারাই ছবির মধ্যে অভিনয় করেছেন সহযোগিতা করেছেন এবং আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ দেখিয়েছেন তাই সবার কাছে আমি কৃতজ্ঞ। কৃতজ্ঞতা জানিয়েছেন বারবার দুই প্রযোজককে যাহারা পাশে না থাকলে ছবিটি হয়তো মুক্তি পেত না।
জানালেন তাহারা ছিলেন বলেই, এবং সিনেমা প্রেমী মানুষজনেরা ছবিটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাকে আরো এক পা সাহস যোগালো, আরো একটি ছবি করার সুযোগ করে দিলেন, আমি আবারো চেষ্টা করছি যাতে মানুষের মন ছুঁয়ে যায়, ছবিটির নাম ..৫ নং স্বপ্নময় লেন..খুব শীঘ্রই ছবিটি আবার মানুষের সামনে উঠে আসবে।
এছাড়াও আজ এই সুন্দর একটি দিনে বাপ্পা পরিচালিত ও রাজা ঘোষ পরিচালিত তিনটি ছবির ও শুভ সূচনা করলেন। মানুসী সিনহা পরিচালিত ...এটা আমাদের গল্প, ছবিটিতে যারা অভিনয় করেছেন, তাহাদের মধ্যে ছিলেন শ্বাশ্বত চট্টোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, কনিনিকা ব্যানার্জি, খরাজ মুখোপাধ্যয়, তারীন জাহান, আর্য্য দাশগুপ্ত, পূজা কর্মকার, সোহাগ সেন, তপতী মুন্সী, অমিত ঘোষ ,জুঁই সরকার , যুধাজিত ব্যানার্জি।,
সঙ্গীত শিল্পীরা হলেন, লগ্নজিতা চক্রবর্তী, খরাজ মুখোপাধ্যায়, শ্রীকান্ত আচার্য ,জয়তী চক্রবর্তী, আলাপ ঘোষ, মেঘা বিশ্বাস, কাজল চ্যাটার্জী, মানস্বিতা ঠাকুর, শৌণক সরকার। এবং ছবিটি তৈরির পেছনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, রোদ জল ঝড় বৃষ্টিকে তোআক্কা না করে, তাহারা হলেন সিনেমা টোগ্রাফার অম্লান সাহা,
এডিটর অনির্বাণ মাইতি, ডিজাইনার অমিত চ্যাটার্জি , সংগীত পরিচালক প্রাঞ্জল দাস, লিরিক্সে এ রবীন্দ্রনাথ ঠাকুর, সুমিত সমাদ্দার ও প্রাঞ্জল দাস। আর জিনি সবাইকে নিয়ে এগিয়ে চলার চেষ্টা করেন আনন্দ দেয়ার চেষ্টা করেন, গণমাধ্যম প্রচার ও মার্কেটিং এ রানা বসু ঠাকুর। পরিচালক মানসী সিনহা বারবার কৃতজ্ঞতা জানিয়েছেন এই সকল ছেলেমেয়েদের, যাদের অক্লান্ত পরিশ্রমে ছবিটি ৫০ তম দিন অতিক্রম করল,
তিনি আশাবাদী সিনেমা প্রেমী মানুষ ছবিটি আরো এগিয়ে নিয়ে যাবেন ১০০ তম দিনে আশা রাখছেন। এছাড়াও তিনি বলেন আমার অনেক দিনের আশা ছিল আমি আরো একটি অন্য ধরনের কাজ করব তাই দ্বিতীয় ছবিটিও আশা করছি সিনেমা প্রেমী মানুষদের মন জয় করবে, খুব শীঘ্রই আমি.. ৫ নং স্বপ্নময় লেন ..ছবিটি দ্বিতীয়বার উপহার দেব।
বিচার করবে সিনেমা প্রেমী মানুষ, ও অন্যান্যরা। আজকের এই ৫০ তম দিনে, বহু কলাকুশলী উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন অন্যান্য ছবির পরিচালক, অভিনেতা-অভিনেত্রী, ও শিল্পীরা। উপস্থিত ছিলেন অভিনেত্রী দেবলীনা, অভিনেতা সুমন, অভিনেত্রী সোমা, অভিনেতা দেবদূত, সহ অন্যান্যরা
”শম্পা দাস,সম্পাদক,নগর টিভি,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো""
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.