শম্পা দাস— সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগরসংবাদ ২৪ ডটকম,,কলকাতা ব্যুরো
মুথিয়া মুরালিধরন তার আসন্ন জীবনমূলক চলচ্চিত্র 800 প্রচারের জন্য কলকাতায় আসেন, আঠাশে সেপ্টেম্বর বৃহস্পতিবার ঠিক দুপুর তিনটায়, কলকাতার অবেরয় গ্র্যান্ড এর প্রেক্ষাগৃহে একটি সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে তার এই আসন্ন ছবির প্রচার করেন, উপস্থিত ছিলেন কলকাতার প্রিন্স সৌরভ গাঙ্গুলী, এছাড়া উপস্থিত ছিলেন মুথিয়া মুরালিধরণ ও অভিনেতা মধুর মিত্তাল,
কলকাতার প্রিন্স সৌরভ গাঙ্গুলী তার সঙ্গে যোগ দিলেন কিংবদন্তি শ্রীলংকার ক্রিকেটার মুথিয়া মুরালিধরণ অভিনেতা মধুর মিত্তালের সঙ্গে তার সিনেমার প্রচারের জন্য সল্টলেক শিক্ষা নিকেতন স্কুলেও গেলেন। অস্কার বিজয়ী চলচ্চিত্র স্নামডক মিলিয়ন খ্যাত অভিনেতা মধুর মিত্তাল কে তার বায়পিকে কিংবদন্তি শ্রীলংকার স্পিনারের ভূমিকায় দেখা যাবে।
এবং প্রেক্ষাগৃহে সিনেমার একটি ট্রেলার দেখান।মুথিয়া মুরালিধরন আসন্ন চলচ্চিত্র ৮০০ প্রচারে সাংবাদিক বৈঠকের পর, তিনি সল্টলেকের শিক্ষানিকেতন স্কুলেও যান, এবং সেখানে ছাত্র ছাত্রীদের সাথে বেশ কিছুক্ষন খেলায় মেতে উঠেন,
শুধু তাই নয় সল্টলেক শিক্ষা নিকেতনের শিক্ষার্থীদের সাথেও মুথিয়া মুরালিধরণ ও মধুর মিত্তাল ক্রিকেট খেলেন, সাথে ছাত্র ছাত্রীদের অটোগ্রাফ দেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেন, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী ললিত বেরিওয়ালা, শ্রী ডি কে গয়াল,শ্রী জিএস খাজাঞ্চি, শ্রী সঞ্জয় আগগরওয়াল,
শ্রী কিষণ কে গুপ্তা এবং সল্টলেক শিক্ষা নিকেতনের স্কুলের শিক্ষকেরা সল্টলেক শিক্ষা নিকেতনের অধ্যক্ষ মিসেস নুপুর দত্ত বলেন, মুথিয়া মুরালিধরনের মতো কিংবদন্তি ক্রিকেটারকে অতিথি হিসেবে পাওয়া আমাদের ভাগ্য, ছাত্ররা যথেষ্ট উচ্ছসিত ছিল, ছাত্রদের অনুপ্রাণিত করেছে ,তিনি স্কুলে ক্রিকেটের উপর গুরুত্ব দেন।
এবং তিনি বলেন আমাদের স্কুলের ছাত্র-ছাত্রীরা ক্রিকেটের উপর বেশি গুরুত্ব দেন এবং আমরাও এই ক্রিকেটকে আরো শিক্ষা হিসাবে দায়িত্ব গ্রহণ করেছি, যাহাতে আমাদের স্কুলের ছেলেরা ভালো ক্রিকেটার হতে পারে, এবং ক্রিকেট খেলার ওপর মনোবল বাড়ে, মুথিয়া মুরালিধরন ও মধুর মিত্তালকে স্বাগত জানান সকল ছাত্র-ছাত্রীরা।। মুথিয়া মুরালি ধারন একসাথে ছাত্রছাত্রীদের পেয়ে আনন্দিত।