প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৫, ১:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৩, ২০২৩, ১:৫৪ পূর্বাহ্ণ
কলকাতায় শনিবার সকালে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য এসে ঠকবাজের পাল্লায় পড়ে সোনার গহনা ও মানিব্যাগ খোয়ালেন মহিলা
শনিবার সকালে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য এসে ঠকবাজের পাল্লায় পড়ে সোনার গহনা ও
মানিব্যাগ খোয়ালেন মহিলা
সমরেশ রায় ও শম্পা দাস
তমলুক: কয়েকদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন মহিলা। চিকিৎসকের পরামর্শ মতো শনিবার সকালে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে ও হাসপাতালে বেশকিছু টেস্ট করাতে এসেছিলেন নন্দকুমারে বহিচবেড়িয়ার বাসিন্দা লক্ষ্মীরানী শী।
এদিন তিনি হাসপাতাল চত্তরে যখন টেস্টের জন্য ব্যস্ত তখন একজন যুবক একটি টাকার ব্যান্ডিল দিয়ে বলে অপনার টাকা পড়ে গিয়েছে। সেই টাকা নিতে বলে। কিন্তু মহিলা জানায় তার টাকা নয়। টাকার বান্ডিল টা দিয়ে মহিলার সাথে পরিচয় করে যুবক। তার পর অপর একজন খাওয়ানোর নাম করে ডেকে নিয়ে গিয়ে মহিলার হাতে থাকা সোনার বালা ও মানিব্যাগ নিয়ে পালিয়ে যায় দুই যুবক। পরে মহিলা টাকার বান্ডিল খুলে দেখে উপরে কুড়িটাকার একটি নোট আর কাগজ মোড়া। মহিলা সোনার গহনা ও মানিব্যাগ হারিয়ে চিন্তায় পড়েছে। বিষয়টি স্থানীয় থানায় জানানো হয়েছে বলে জানাগিয়েছে। প্রায় দিনই তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে ও হাসপাতালের সামনে চুরি, ছিন্তাই,ঠকবাজির মতো ঘটনা ঘটে চলেছে। নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর দাবি জানাচ্ছে স্থানী মানুষজন থেকে হাসপাতালে আসা রুগীর বাড়ির লোকজন।।
শম্পা দাস—-সহ সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.