৬ ফেব্রুয়ারী দুপুর দুটোয় গৌড়ীয় মিশন মহানাম সেবক সংঘ ও অন্যান্য গৌড়ীয় সম্প্রদায়ের সহযোগিতায়, বাগবাজার গৌড়ীয় মিশনের উদ্যোগে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, এক বর্ণাঢ্য নগর সংকীর্তন শোভাযাত্রার মাধ্যমে শ্রীচৈতন্য মহাপ্রভুর ৫৩৭ তম জন্ম উৎসব পালিত হয়, এবং বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব প্রাঙ্গনে শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্ম উৎসব উপলক্ষে একটি মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।
এই শোভাযাত্রায় দূর দুরন্ত থেকে অগণিত গৌরা নুরাগী ভক্তরা উপস্থিত হন এবং শোভাযাত্রায় পা মেলান, এই শোভাযাত্রা গৌড়ীয় মিশন হইতে বাগবাজার স্ট্রিট ,বিধান সরণি, বিবেকানন্দ রোড , গিরিশ পার্ক, বি কে পাল হয়ে মেলা প্রাঙ্গণে শেষ হয়, এই জন্ম উৎসব উপলক্ষে মেলা প্রাঙ্গণে থাকছে বৈষ্ণব সম্মেলন ও সারস্বত আলোচনা সভা, আজকে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা ও প্রদর্শনী, এই মেলা ও অনুষ্ঠান চলবে ১২ই ফেব্রুয়ারি পর্যন্ত, দুপুর দুটো থেকে রাত্রি আটটা পর্যন্ত প্রতিদিন , থাকছে আবৃত্তি প্রতি যোগীতা, হরিনাম সংকীর্তন, ধর্মসভা, জাতীয় আলোচনা সভা, গৌড়ীয় বৈষ্ণব সম্মেলন, পুরস্কার বিতরণী অনুষ্ঠান, প্রশ্নোত্তর প্রতিযোগিতা , মৃদঙ্গ বাদন প্রতিযোগিতা, ও অন্যান্য অনুষ্ঠান, এবং প্রতিদিন থাকছে ভক্তদের জন্য ভোগের আয়োজন ।