প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৫, ৬:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৬, ২০২৩, ৮:২৩ অপরাহ্ণ
কলকাতায় সারমেয় বাহিনীতে আসছে,
কলকাতায় সারমেয় বাহিনীতে আসছে,
কলকাতা রিপোর্টার রুপা সেন।।
বিস্ফোরক ট্রাকিংয়ে ৫ ডগ স্কোয়াড লালবাজার জানিয়েছে, নতুন পাঁচ অতিথিকে কেনার জন্য দরপত্র আহ্বান করা হয়েছিল। সেখানেই চণ্ডীগড়ের এক জনের থেকে একটি গোল্ডেন রিট্রিভার ও দু’টি করে জার্মান শেফার্ড এবং ল্যাব্রাডর কেনা হয়েছে। যে পাঁচ অতিথি সারমেয় বাহিনীতে আসছে, তারা বিস্ফোরক এবং ট্র্যাকিংয়ে পারদর্শী। কলকাতা পুলিশের ডগ স্কোয়াডে এক-একটি সারমেয় আট থেকে দশ বছর কাজ করে। মেডিক্যাল বোর্ড বসিয়ে ঠিক করা হয়, তাদের অবসরের বয়স হয়েছে কি না। সূত্রের খবর, এখন কর্তব্যরত কয়েকটি সারমেয়র অবসর নেওয়ার কথা। ইতিমধ্যেই পশু চিকিৎসকেরা তাদের পরীক্ষা করেছেন। নতুন সদস্যেরা যোগ দিলে দীর্ঘদিন কাজ করা কয়েকটি সারমেয় অবসর নিতে পারে।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.