রিপোর্টার, কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায় ....স্বপ্নের নির্ঝর ,কুড়ি তম একক চিত্র প্রদর্শনী 2023........। কলকাতা একাডেমি অফ ফাইন আর্টসের , সাউথ গ্যালারিতে, সুজাতা চক্রবর্তী ,কুড়ি তম একক চিত্র প্রদর্শনী স্বপ্নের নির্ঝর শুভ সূচনা হয় , সাতাশে ফেব্রুয়ারি সন্ধ্যা ছটায়, প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই প্রদর্শনী শুভ সূচনা করেন, প্রখ্যাত অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায় , এবং উত্তরীয় ব্যাচ পড়িয়ে সম্মানিত করেন মাননীয়া সুজতা চক্রবর্তী মহাশয়া ,
এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য অতিথিবৃন্দরা, এই প্রদর্শনী চলবে ২৭ শে ফেব্রুয়ারি থেকে পাঁচই মার্চ পর্যন্ত, প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত , এই প্রদর্শনী অন্যান্য প্রদর্শনী থেকে একটা আলাদা অনুভূতি এনে দিয়েছে দর্শকদের ও অন্যান্য শিল্পীদের , সুজাতা চক্রবর্তীর হাতের কাজ ও রঙের বাহারে, প্রতিটি জিনিসের উপর সূক্ষ্ম হাতের কাজ, ও রঙের বৈষম্য, অন্য মাত্রা যুগিয়েছে,
তিনি জানান ছোট থেকেই আমার নেশা, আমি একটু অন্য ধরনের ছবি আঁকবো , আর সেখান থেকেই আমার যাত্রা শুরু চল্লিশটি বছর ধরে, তাহার একটাই স্বপ্ন, কিছু দুস্থ ছেলে মেয়েদের জন্য কিছু কাজ করতে চাই এবং তাদেরকে বিনা পয়সায় শেখানোর পরিকল্পনা রয়েছে, যদিও একটি স্কুল আছে সেখানে কিছু ছেলেমেয়েরা অতি অল্প পয়সায় শেখেন ,কিন্তু কেউ যদি দুস্থ পরিবারের ছেলেমেয়ে হয়, এবং তাদের আর্থিক অবস্থা খারাপ হয়, শেখার আগ্রহ থাকে, তবে তিনি জানান আমি সেই সকল ছেলে মেয়েদের শেখাতে চাই বিনা পয়সায়,। তিনি আজ পর্যন্ত একক প্রদর্শনী বিভিন্ন জায়গায় করেছেন,।
তাহার পরিকল্পনা আছে তিনি একটি বাংলাদেশেও চিত্র প্রদর্শনী করতে চান এবং অন্যান্য বাইরের দেশেও, এই চিত্র প্রদর্শনীতে প্রায় আড়াই থেকে তিনশো ছবি তুলে ধরেছেন দর্শকদের সামনে এবং শিল্পী প্রেমীদের কাছে, তিনি জানান যদি কারো ছবি ভালো লাগে, তবে যোগাযোগ করতে পারেন এবং যদি কোন ছাত্র-ছাত্রী শিখতে চান অতি অবশ্যই যোগাযোগ করতে পারে সরাসরি, সুজাতা চক্রবর্তী ছবি বিভিন্ন দেশে কিনে নিয়ে গেছে এবং বিক্রি হয়েছে, তিনি বোলপুরের বাসিন্দা, তাই সকল দর্শকদের ও শিল্পী বন্ধুদের আগাম বসন্ত উৎসবের শুভেচ্ছা জানালেন। এবং সবশেষে জানালেন আমার ছবিগুলির মধ্যে একটা মাটির গন্ধ রয়েছে, আর মাটির টান ও রংয়ের বাহার সকলকে এক কাছে টেনে আনবে।।