প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৪:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৫, ২০২৩, ১:৪৬ পূর্বাহ্ণ
কলকাতায় . স্বর্গীয় ডক্টর অর্চনা দাসের চুয়াত্তর তম জন্ম দিবস এবং একটি প্রদর্শনীর শুভ সূচনা
স্বর্গীয় ডক্টর অর্চনা দাসের চুয়াত্তর তম জন্ম দিবস এবং একটি প্রদর্শনীর শুভ সূচনা হলো,,,,,, অর্চনা গ্যালারীতে ,,,,
শম্পা দাস— সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগরসংবাদ ২৪ ডটকম,,কলকাতা ব্যুরো
আজ ৪ঠা নভেম্বর শনিবার, ঠিক বিকেল পাঁচটায়, ডক্টর বিমান বিহারী দাস এর উদ্যোগে, অর্চনা গ্যালারীতে,,, একটি সুন্দর প্রদর্শনী ও স্বর্গীয় ডক্টর অর্চনা দাসের ৭৪ তম জন্ম দিবস পালন করলেন,,,
এফ 17, নিউ গড়িয়া দেব কোঅপারেটিভ হাউসিং সোসাইটি নিজস্ব বাসভবনে , , যিনি একজন বিশিষ্ট চিত্রশিল্পী এবং কবি ,,,সেই স্বর্গীয় অর্চনা দাসকে স্মরণ করতেই আজকের এই আয়োজন,, এবং তার স্মৃতির উদ্দেশ্যেই একটি সুন্দর অনুষ্ঠান ও কেক কাটার মধ্য দিয়ে বার্তা পৌঁছালেন ,, তার আত্মার শান্তি কামনা করলেন।.
সারাক্ষণই ছিল চিত্রশিল্পী কবি ও স্বর্গীয় ডক্টর অর্চনা দাসের জীবন কাহিনী এবং তাহার কর্মের দক্ষতা নিয়ে আলোচনা, কিভাবে তিনি সংসার সামলেও এই কর্ম যজ্ঞে মেতে থাকতেন, আজ অগণিত গুণমুগ্ধ বন্ধু ও কাছের মানুষেরা তাকে স্মরণ করলেন,
শুধু তাই নয়, যাহার উদ্দেশ্যে এই গ্যালারী তৈরি হয়,, তাহার জন্মদিনে সতের জন শিল্পীর চিত্র নিয়ে একটি সুন্দর প্রদর্শনী আয়োজন হয়, এবং বিখ্যাত শিল্পীদের ছবি সবার সামনে তুলে ধরেন, ।।
যে সকল শিল্পীদের ছবি প্রদর্শিত হয়েছে, স্বর্গীয় ডঃ অর্চনা দাস, ডঃ বিমান বিহারী দাস,, রাজীব শূর রায়,, সুব্রত ঘোষ, কমলাক্ষ গাঙ্গুলী, ইন্দ্রানী গোস্বামী ,সঞ্জীব কুমার, স্বপ্নেন্দু ভৌমিক ,জগবন্ধু মন্ডল ,মৃণাল কান্তি ঢালী ,
সুনিতা লাম্বা, দেবব্রত চক্রবর্তী, জয়দেব বালা ,প্রদীপ সেনগুপ্ত ,সৌগত বোস ,তরুণ মাইতি,,, এবং সহযোগিতা করেছেন সকল বন্ধুবান্ধবেরা,, যাহার হাত দিয়ে আজকের এই প্রদর্শনীর শুভ সূচনা ও কেক কেটে জন্মদিন পালন করলেন,
বিশেষ অতিথি মাননীয় প্রশান্ত দাও মহাশয়।, সংক্ষিপ্ত বক্তৃতার মধ্য দিয়ে ডঃ বিমান বিহারী দাস মহাশয় বলেন আমি গর্বিত, এবং আজ আমি আনন্দিত
সবাইকে একসাথে কাছে পেয়ে এই সুন্দর অনুষ্ঠানটা করতে পেরেছি এবং আমার কাছের মানুষ, প্রিয় মানুষের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে পেরেছি ,
এবং তার জন্মদিন টা আমি নিজে হাতে পালন করতে পেরেছি।। সবার সহযোগিতা পেয়ে। এবং যাহারা আমাকে সহযোগিতা করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ জানাই।।
শম্পা দাস,সম্পাদক
দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.