প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ১:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৮, ২০২৪, ৯:২৩ পূর্বাহ্ণ
কলকাতায় ১১ তম বর্ষে, খুঁটি পুজোর শুভ সূচনা হলো স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতি
১১ তম বর্ষে, খুঁটি পুজোর শুভ সূচনা হলো.. স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির।
”শম্পা দাস,সম্পাদক,নগর টিভি,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো””
আজ ৭ই জুলাই রবিবার , ঠিক সকাল দশটায়, রথ যাত্রার পূর্ণ লগ্নে, ১১ তম বর্ষের খুঁটি পূজোর শুভ সূচনা হল, স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির,
এই খুঁটি পূজোর শুভ সূচনা করলেন, এলাকার সবার প্রিয় মানুষ, কাছের মানুষ, কাজের মানুষ, বিধায়ক ও পৌর প্রতিনিধি শ্রী পরেশ পাল।
এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থার্ড আই এর অতনু পাল , বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর শ্রীকুমার মিশ্র, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত দাবারু দিব্যেন্দু বড়ুয়া, শিল্পী অনির্বাণ,
এবং উপস্থিত ছিলেন যিনি এই বছর মানুষের সামনে একটি সুন্দর পরিকল্পনা ও থিম তুলে ধরার চেষ্টা করেছেন, যার সৃজনে এবারের মানুষের মন কাড়বে বলে আশা করেন শিল্পী সমবর্ত জানা। যার সৃজনে ও পরিকল্পনায় এক নতুন রূপ দেয়ার চেষ্টা করেছেন.. তরঙ্গ ওপারে..।
ঢাকের তালে তালে ও পুরোহিতের বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠান ও খুঁটি পুজো আলোকিত হয়ে উঠেছে।, বাঙ্গালীদের বড় পূজোর গন্ধ , বেজে উঠেছে ঢাকের কাঠিতে। ঢাকের কাঠি মানে বাঙ্গালীদের মনে আলোড়ন, আবার আসছে মা। আর খুঁটিপুজো মানেই পূজো উদ্যোক্তাদের ব্যস্ততা শুরু হয়ে গেল।
স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতি , প্রতিবছর নতুন নতুন থিম মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেন, এবং গত চার বছরে থিমের পুজোতে স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতি বেশ কয়েকটি পুরস্কার ছিনিয়ে নিয়েছেন, এবারও তারা আশা করছেন পুরস্কারের লড়াই সবার সাথে।
তবে যিনি সবাইকে নিয়ে এগিয়ে চলার চেষ্টা করেন, সবাইকে একত্রিত করার চেষ্টা করেন শ্রী অমল হাজরা, যুগ্ম সম্পাদক , এছাড়াও যাহারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং ক্লাবকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, সভাপতি গৌড় ঘোষ, সহ-সভাপতি প্রবীর বিশ্বাস, যুগ্ম সম্পাদক অপু দাস, শিল্পী অতনু হাজরা সহ এলাকার মহিলা সদস্যগন ও এলাকাবাসী।
তবে যুগ্ম সম্পাদক একটা কথাই বারবার বলেছেন সবার সহযোগিতা ছাড়া যেমন পুজো হয় না, তেমনি সকল দর্শক বিচার না করলে কেউ এগিয়ে যেতে পারে না।
তাই আমরা এবারের ,..তরঙ্গ ওপারের.. মধ্য দিয়ে, ধ্বনিত হোক আকাশ বাতাস দেশ দেশান্তর। বেজে উঠুক একতারা মিষ্টি ধ্বনি। ভরে তুলুক প্রতিটি মানুষের প্রাণ।
”শম্পা দাস,সম্পাদক,নগর টিভি,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো””
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.