প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৫, ১:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৭, ২০২৩, ১২:৪৩ পূর্বাহ্ণ
কলকাতায় ৪০ তম হনুমান জন্মজয়ন্তী উৎসব পালন করলেন ,নিমতলার আদি ভূতনাথ মন্দিরে.
রিপোর্টার,,, কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায়।কলকাতায় ৪০ তম হনুমান জন্মজয়ন্তী উৎসব পালন করলেন ,নিমতলার আদি ভূতনাথ মন্দিরে
আজ ৪০ তম হনুমান জন্মজয়ন্তী উৎসব পালন করলেন ,নিমতলার আদি ভূতনাথ মন্দিরে.......। সকাল থেকেই এই মন্দিরের তোড়জোড় পড়ে যায় এবং সেন্ট্রাল ফোর্স এরিয়ায় নজরদারি শুরু করেন, এই উৎসবে শুভ সূচনা করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস, দুপুর থেকে চলে পূজা অর্চনা এবং ভোগ বিতরণ ,সারা এলাকা বিভিন্ন প্রশাসনিক বিভাগ নজরদারি চালায় ,যাতে কোনরকম না দুর্ঘটনা ঘটে, ৩০ শে মার্চের ঘটনাকে কেন্দ্র করে, সন্ধ্যা ছটা নাগাদ একটি সুন্দর প্রসেশন বের হয় পবন কুমার এর উদ্যোগে, এই প্রসেসান বড়বাজার,
পোস্তা, জোড়াবাগান, মালাপাড়া হয়ে মন্দিরে এসে শেষ হয়, প্রশাসনের সাথে সাথে সেন্ট্রাল ফোর্স পা মেলান সারা প্রশেসন জুড়ে এবং পুলিশ অফিসাররাও সাথে ছিলেন।, আজ রাজ্যপাল বিভিন্ন এলাকা পরিদর্শন করেন , পোস্তা থেকে শুরু করে কালাকার স্ট্রিট এবং সেখানে একটি দোকান থেকে তিনি ছাতুর শরবত কিনে খান এবং দোকানদারকে তার ন্যায্য মূল্য দিয়ে যান, আজ হনুমান জয়ন্তী সারাদেশেই অনুষ্ঠিত হয়ে চলেছে এবং বিভিন্ন প্রোগ্রামের মধ্য দিয়ে পালিত হচ্ছে। তেমনি নিমতলা ঘাটে আদি ভূতনাথ মন্দিরে অগণিত ভক্ত পুজো দিতে আসেন এবং এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এই প্রথম হনুমান জয়ন্তী উপলক্ষে সেন্ট্রাল ফোর্স মন্ডপে নজরদারি চালালে ন ......। এবং এই প্রশেসান সুস্থ শান্তিপূর্ণভাবে শেষ হয় কোন রকম অঘটন ঘটেনি এবং ভক্তরা মন্দিরে সুস্থ শৃংখলভাবে পুজো দিলেন।.....
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.