বৈশাখী আড্ডা ১৪৩০....। ২৮ ্শে এপ্রিল শুক্রবার ,বিকেল পাঁচটায় ,কলকাতার আইসিসিআর, , সত্যজিৎ রায় অডিটোরিয়ামে, সৃষ্টির ড্যান্স একাডেমির পরিচালনায় এবং ইন্দ্রানী গাঙ্গুলীর উদ্যোগে ও স্বপ্নপূরণের কর্ণধার সোমা সরকার, শুভময় ঘোষের সহযোগিতায় ,একটি সুন্দর বৈশাখী আড্ডা অনুষ্ঠান শুরু হয়।,,
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা-অভিনেত্রী শিল্পী ,সাহিত্যিক এবং সৃষ্টির ড্যান্স গ্রুপের সদস্যবৃন্দরা, উপস্থিত ছিলেন মন্ত্রী ও বিধায়ক,, আজকের এই বৈশাখী আড্ডা একটা অন্য মাত্র এনে দিয়েছে দর্শকদের মনে। শুধু তাই নয় বেশ কিছু বৃদ্ধাশ্রমের সদস্যদের সম্মান জানালেন।, উপস্থিত ছিলেন বিখ্যাত মাননীয় মন্ত্রী স্বর্ণ কমল সাহা মাননীয় বিধায়ক দেবাশীষ কুমার, উপস্থিত ছিলেন বিখ্যাত অভিনেত্রী মাধবী মুখার্জি লিলি চক্রবর্তী দেবীকা মুখার্জি, কৌশিক গাঙ্গুলী, ঋদ্ধিমান ঘোষ, অভিনেত্রী কাঞ্চনা, অভিনেত্রী সুদীপ্তা, অভিনেত্রী দেবিকা মুখার্জি, অভিনেত্রী পাপিয়া অধিকারী, এছাড়া উপস্থিত ছিলেন বসাক ইন্টেরিয়রের কর্ণধার সঞ্জীব বসাক সহ আরো এক ঝাঁক শিল্পী সাহিত্যিক ও অভিনেতা অভিনেত্রীরা,,, বৈশাখী আড্ডা মানেই রবীন্দ্রনাথের কথা মনে পড়ে , আর এই আড্ডা মানে কবিতা গল্প নাচ গান হুলোর সব মিলিয়ে একটা অন্য বিষয়, হাসি ঠাট্টা মজায় ভরা এই বৈশাখী আড্ডার অনুষ্ঠান,, আর এই আড্ডায় যোগ দিতে ছাড়েননি কোন অভিনেতা-অভিনেত্র শিল্পীরা,,, তারা বলেন যতই কাজ থাক না এরকম যদি একটু আড্ডা অনুষ্ঠানে যোগ দিয়া যায় মনে হয় অনেক বেশি আনন্দ মনের মধ্যে ফিরে পায়।। আর সকলে একসাথে হাঁসি ঠাট্টায় ভরিয়ে তুলতে পারি কাজ সারা বছর থাকি কিন্তু এই আড্ডা একটা আলাদা বিষয়,, কিছু মুহূর্ত আমাদের সবার মধ্যে ফুটে ওঠে.. আর ইন্দ্রানী আমাদের যেইভাবে মনে রাখে আমরা সত্যিই কৃতজ্ঞ ওর ডাকে সাড়া না দিয়ে থাকতে পারিনা ,আমরা অপেক্ষা করি কখন এই দিনটা আসবে, আর ইন্দ্রানী আমাদের ডেকে পাঠাবে।... আর এই অনুষ্ঠানটি যিনি সঞ্চালনা করেছেন 92.7 বিগ এফ এম এর সঞ্চালক রায়। সত্যিই ওর সঞ্চালনা আমাদের আরও একধাপ আড্ডা কে বাড়িয়ে নিয়ে যায়,,। ওর সঞ্চালনা আমাদের মুগ্ধ করে। ....।