বেশ কয়েকজন বিশিষ্ট চিত্রশিল্পী র উপস্থিতিতে একাডেমি অফ ফাইন আর্টস এ ২৬ শে নভেম্বর ঠিক বিকেল পাঁচটায়, একটি সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে ,এই প্রদর্শনীর শুভ সূচনা করেন। এই প্রদর্শনী চলবে ২৬ শে নভেম্বর থেকে ২রা ডিসেম্বর পর্যন্ত, প্রতিদিন চিত্রশিল্পী ও দর্শকদের জন্য খোলা থাকবে দুপুর 12 টা থেকে রাত্রি আটটা, দিল্লি থেকে আগত চারজন শিল্পী, তাদের বেশ কিছু ছবি প্রদর্শনীর মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরলেন।,
চার শিল্পীর মধ্যে সুভাষ রায় বলেন ,,আমরা বিভিন্ন অর্গানাইজেশনের সাথে কাজ করেছি এবং আমাদের ছবি প্রদর্শিত হয়েছে,, কিন্তু এইভাবে কোনদিন আমরা প্রদর্শনী করিনি। তাই এটাই আমাদের প্রথম প্রদর্শনী, , আবার এক চিত্রশিল্পী বলেন , যেখানে হাত ধরে আমরা এই চিত্রকলা শিখেছি, পাশ করেছি,
সেখানে যদি আমরা না একবার প্রদর্শনী করি, কখনোই সেটা সার্থক হবে না,, তাই আমরা দিল্লিতে থাকলেও, চেষ্টা করেছি কলকাতায় এই প্রদর্শনী করার। এবং আমাদের বেশ কিছু ছবি এই প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরেছি। আরেক চিত্রশিল্পী বলেন আমরা যে ছবিগুলি তুলে ধরেছি বেশির ভাগই বিভিন্ন ঘটনা কেন্দ্রিক, সেই ঘটনাকে একটু অন্য রূপ দিয়ে, তুলি ও রঙের মধ্য দিয়ে তুলে ধরেছি, এর সাথে সাথে আরো একটি কথা তুলে ধরেন যদি কারো খারাপ লেগে থাকে,
সেটাও আমাদেরকে বলতে পারেন, তাতে হয়তো আরো ভালো কাজ করা যাবে। এবং আমাদের সবার মনোবল বাড়বে,,, তবে কলকাতায় এসে প্রদর্শনী করে আমরা আনন্দিত এবং কৃতজ্ঞ সবার সহযোগিতা পেয়ে,, আমরা বহু জায়গায় বহু organization এর সাথে প্রদর্শনী তে ছবি প্রদর্শীত করেছি
কিন্তু এখানে এসে একটা আলাদা অনুভব লক্ষ্য করেছি। এবং বহু চিত্রশিল্পী থেকে দর্শকরা আমাদের ছবি দেখে অনেক কিছুই জানার চেষ্টা করেছেন, এটাই আমাদের কাছে বড় পাওনা।।