প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ৮:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৯, ২০২৪, ২:২৮ পূর্বাহ্ণ
কলকাতার গিরিশ মঞ্চে , ১৮১ তম জন্ম দিবস পালিত হল গিরিশ চন্দ্র ঘোষের।
কলকাতার গিরিশ মঞ্চে , ১৮১ তম জন্ম দিবস পালিত হল গিরিশ চন্দ্র ঘোষের।
“”শম্পা দাস,সম্পাদক,নগর টিভি,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো
আজ ২৮ শে ফেব্রুয়ারী বুধবার, ঠিক বিকেল সাড়ে পাঁচটায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালনায়, গিরিশ মঞ্চের সকল সদস্যদের সহযোগিতায়, আজ ১৮১ তম জন্ম দিবস পালন করলেন নাট্যকার গিরিশ চন্দ্র ঘোষের। উপস্থিত ছিলেন মাননীয়া শিশু ও নারী কল্যাণ মন্ত্রী শশী পাঁজা,
এছাড়া উপস্থিত ছিলেন শ্রী শেখর সমাদ্দার, নাটকের গানে শ্রী মুরারি রায় চৌধুরী, উপস্থিত ছিলেন লিপিকা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। একে একে গিরিশ চন্দ্র ঘোষ এর প্রতিকৃতিতে মাল্যদান করেন ও পুষ্প দিয়ে শ্রদ্ধা জানান ,
প্রদীপ প্রজ্জালনের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠান শুরু হয়।, সকল অতিথিদের উত্তরীয় পরিয়ে এবং একটি করে চারা গাছ দিয়ে সম্মানিত করেন, সকাল থেকেই গিরিশ ঘোষের বাসভবনে একে একে আসেন শ্রদ্ধা জানাতে,
এবং বিকালে গিরিশ মঞ্চে এই অনুষ্ঠান সাড়ে পাঁচটায় শুরু হয়।। অনুষ্ঠানের পর একটি নাটক মঞ্চস্থ হয় গিরিশ ঘোষের স্মৃতির উদ্দেশ্যে।
সংক্ষিপ্ত বক্তৃতার মধ্য দিয়ে একে একে গিরিশ চন্দ্র ঘোষের জীবনী তুলে ধরার চেষ্টা করেন, তিনি কিভাবে নাট্য জগতে এসেছিলেন ,তাহার চিন্তাভাবনা কি ছিল,
সাথে সাথে আরও দুটি নাট্যকারের সাথে তাহার কতটা তফাৎ ছিল সেটিও আজকের সংক্ষিপ্ত বক্তৃতার মধ্য দিয়ে তুলে ধরেন। একজন হলেন উৎপল দত্ত।
গিরিশ ঘোষ এর নামে যেমন একটি পার্ক আছে যেটি গিরিশ পার্ক নামে পরিচিত, তেমনি রাস্তার মাঝে তাহার একটি বাসভবন আজও দাঁড়িয়ে আছে, অনেক কিছু বিলুপ্ত হয়ে গেছে, তবুও কোন কিছু ভোলার নেই,
বাগবাজার মানে গিরিশ ঘোষের নাম সবার আগে এসে যায়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় চেষ্টা করেন এই সকল মানুষদের জন্য কিছু করার এবং তাদের সম্মান দেওয়ার তাই আজ এমন একজন ব্যক্তিত্বের জন্ম দিবস পালন করছেন আমরা মাননীয় মুখ্যমন্ত্রী কাছে চির কৃতজ্ঞ।। যিনি একজন নাট্যকার, লেখক ,
সুরকার পরিচালক কোন কিছুতেই কম ছিলেন না গিরিশচন্দ্র ঘোষ মহাশয়।, বহু নাট্যকার আজও গিরিশচন্দ্র ঘোষ কে ভুলতে পারেননি, তাই আজ তাহার স্মৃতির উদ্দেশ্যে তাহার বিভিন্ন বিষয় তুলে ধরলেন এবং তার উদ্দেশ্যে নাটকের গান গেয়ে সম্মানিত করলেন।। এবং একটি নাটক মঞ্চস্থ করলেন।
“”শম্পা দাস,সম্পাদক,নগর টিভি,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো”
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.