কলকাতার দি পার্ক হোটেলে , বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে, ভি-জন এর চারটি প্রোডাক্ট এর শুভ সূচনা হলো।
”"সম্পা দাস,--সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি, কলকাতা ব্যুরো""
১৬ ই মে শুক্রবার, ঠিক দুপুর বারোটায়, কলকাতার দি পার্ক হোটেলের গ্যালাক্সি অডিটরিয়ামে, বর্ণাঢ্য অনুষ্ঠান ও সকল ভি -জন এর সদস্যদের এবং ব্যবসায়ীদের উপস্থিতিতে
সোমারোহে,,,ভি- জন এর চারটি প্রোডাক্ট লঞ্চ করলো, উজ্জ্বল বেঙ্গল এর নিউ চ্যাপ্টার অফ গ্রোথের পথচলা শুরু হলো।
বাজারে আসলো ভি- জন এর , চারকোল টুথপেস্ট, এলোভেরা টুথপেস্ট, বিয়ার্ড সেভিং ক্রিম, ফোম এবং সান স্ক্রিনের প্রথম পর্যায়ের সূচনা।
এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভি জন এর সি ই ও ভীমল পান্ডে, এন এস এম আর বি সিং এবং মার্কেটিং জিএম আশুতোষ চৌধুরী সহ অন্যান্যরা। এরপর উপস্থিত অতিথিদের পুষ্পস্ত স্তবক দিয়ে সম্বর্ধনা জানান।
তবে শুধু অনুষ্ঠান ও প্রোডাক্টের শুভ সূচনায় নয়, সকল মার্কেটিং দের একটি নতুন দিশা দেখাবে বলে মনে করেন, তাই আজ মার্কেটিং দের কিছুটা বিষয় প্রোডাক্ট সম্বন্ধে তুলে ধরেন,
বাজারে কাজ করতে গেলে কি কি অনুশীলন করতে হবে, অন্যান্য কোম্পানির প্রোডাক্ট এর সাথে মার্কেটে ভি-জন কে আরো কিভাবে কাস্টমারদের নজরে আনা যায় তাহার সমালোচনা করলেন,
এবং ব্যবসা বাড়াতে কি কি পদ্ধতি অবলম্বন করা যায় বিশ্লেষণ করলেন,তবে কেন ভি-জন product মানুষ কিনবে, সেই সম্বন্ধে বলতে গিয়ে, মার্কেটিং হেড বলেন,
আমাদের প্রোডাক্ট গুণ গতভাবে অন্যান্য কোম্পানির টুথপেস্ট এর তুলনায় অনেক ভালো, এমনকি দামেও কম, তাহারা আশা করেন আমাদের প্রোডাক্ট যদি ক্রেতারা একবার ব্যবহার করেন
তবে তাহারা ভি-জন এর প্রতিটি প্রোডাক্ট কেই বেছে নেবেন, আমাদের যে সেভিংস ক্রিমটিও তৈরি হয়েছে সেটিও ব্যবহার করলে নিরাপদ। অনেক কোম্পানিরই সেভিংস ক্রিম রয়েছে, আর তাদের সাথেই বাজারে টেক্কা দিতে নিয়ে এসেছে ভি- জন product।
আমরা কলকাতা থেকে পথচলা শুরু করলেও, আমাদের প্রোডাক্ট খুব কম সময়ের মধ্যে,
বিভিন্ন দেশে বিস্তার করবে।
এবং মার্কেট ধরতে তারা সমস্ত রকম ব্যবস্থা নেবেন।
”"সম্পা দাস,--সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি, কলকাতা ব্যুরো""