গত ৯ আগস্ট কলকাতার প্রথমসারির মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত অবস্থায় এক নারী চিকিৎসকে ধর্ষণের পর খুনের ঘটনায় উত্তাল কলকাতাসহ গোটা ভারত। সেই আন্দোলনের আঁচ গিয়ে পৌঁছেছে বিদেশের মাটিতেও।
আর কতদিন বিচারহীন, সিবিআই-রাজ্য সরকার জবাব দিন-এমন দাবি তুলে এদিন বিকেলে কলকাতার সিবিআইয়ের সদর দপ্তর সিজিও কমপ্লেক্স অভিযান করে জাগো নারী জাগো বহ্নিশিখা মঞ্চ।
জাগো নারী জাগো' বহ্নিশিখা' মঞ্চে প্রতিনিধিরা প্রতীকী মরদেহ রেখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ তোলেন।
সিজিও কমপ্লেক্সের অভিযানে 'পা'মেলান আশাকর্মী, চিকিৎসক, নার্স, মিড ডে মিলের কর্মী,অঙ্গনওয়াড়ি কর্মীসহ সমাজের বিভিন্ন স্তরের নারী কর্মীরা।
নারীদের এই সংগঠন থেকে তারা স্পষ্ট দাবি রাখেন, সিবিআই চার্জশিটে কেন একজনের নাম রয়েছে, প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি ও সিন্ডিকেটর বিরুদ্ধেও উপযুক্ত ব্যবস্থার দাবি রাখে সংগঠনটি।