প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ১২:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৮, ২০২৪, ২:০৪ পূর্বাহ্ণ
কলকাতার বরানগর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পালিত হল , ৭৫ তম প্রজাতন্ত্র দিবস
কলকাতার বরানগর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পালিত হল , ৭৫ তম প্রজাতন্ত্র দিবস।
""শম্পা দাস,সম্পাদক,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো""
২৬ শে জানুয়ারী শুক্রবার, সকাল দশটায় যখন কলকাতায় ৭৫ তম প্রজাতন্ত্র দিবস পালিত হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে,
সেই সময় বরানগর পৌরসভার অন্তর্গত, বিভিন্ন ওয়ার্ডে ,পালিত হচ্ছে এই ৭৫ তম প্রজাতন্ত্র দিবস জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে, এবং দেশ নায়ক থেকে শুরু করে ঋষি মনিদের ফুর্তিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানালেন,
প্রতিটি এলাকার কাউন্সিলর বিধায়ক ও সংসদেরা, আজ সকালে নয় নম্বর ওয়ার্ডে রামকৃষ্ণ পালের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রজাতন্ত্র দিবস পালন করলেন এবং একটি অনুষ্ঠানের আয়োজন করেন। এছাড়াও তিন নম্বর ওয়ার্ডেও একই ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও বস্ত্র বিতরণ করেন প্রজাতন্ত্র দিবস উপলক্ষে, শুধু তাই নয় ১৩ নম্বর ওয়ার্ডে নেতাজী সুভাষচন্দ্র বসুর 127 তম জন্মদিন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছিলেন এবং নেতাজীকে শ্রদ্ধা জানিয়েছিলেন,
ঠিক আজও ১৩ নম্বর ওয়ার্ডে ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করলেন ও একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন। সারা দেশে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন হয়েছে। শুধু পতাকা উত্তোলন নয় ছাত্র ছাত্রীদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান নৃত্য অংকন প্রতিযোগিতা সব রকমের আয়োজন ছিল।
জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দেশবাসীকে শান্তির বাণী প্রচার করলেন। দেশ হিংসামুক্ত হোক, শান্তি ফিরে আসুক, দ্বন্দ্ব ভুলে। হাতে হাত মিলিয়ে একসাথে চলার শপথ নিই।
শম্পা দাস,সম্পাদক,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো"""
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.