প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ৫:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৪, ২০২৪, ১:৪৫ পূর্বাহ্ণ
কলকাতার বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে , হনুমান জয়ন্তী উৎসব
কলকাতার বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে , হনুমান জয়ন্তী উৎসব,
“”শম্পা দাস,সম্পাদক,নগর টিভি,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ২৪ডটকম,,কলকাতা ব্যুরো
আজ ২৩শ এপ্রিল মঙ্গলবার, সারাদেশে যেমন পালিত হচ্ছে হনুমান জয়ন্তী উৎসব, তেমনি কলকাতার বিভিন্ন প্রান্তে ও মন্দিরে পালিত হচ্ছে এই হনুমান জয়ন্তী, পূজা পাঠ। শুধু তাই নয় ,বেশ কয়েকটি দোকানেও দেখা গেল হনুমানের মূর্তী এনে পুজো করতে ধূমধাম করে ঘটা করে, কোন কিছুই বাকি ছিল না
, প্রভূ হনুমান আজা খেতে ভালোবাসেন পুজোর থালায় এবং মন্দিরে চতুর্দিকে তাই সাজানো ছিল, শশা ,কলা, নারিকেল থেকে শুরু করে অন্যান্য ফল সামগ্রী সারা মন্দিরের সাজিয়ে রাখা ছিল, এমনকি পূজোর থালিতেও। যে সকল দোকানে এই মূর্তি এনে পুজো করছেন বিশালাকার পথ চলতি মানুষ ভিড় জমাচ্ছেন সেখানে।
শুধু তাই নয় মন্দিরে পুজো দেওয়ার ভিড় সকাল থেকেই জমে উঠেছে। তাহার সাথে সাথে, আজ হনুমান পূজো উপলক্ষে , স্বেচ্ছাসেবী সংস্থারা রাস্তায় রাস্তায় শরবত সাজিয়ে বসেছেন পথ চলতি মানুষদের দেওয়ার জন্য। পথ চলতি মানুষ এই রোদে যাচ্ছেন তাদের প্রত্যেককে সর্বত তুলে দেন, কোথাও কোথাও মন্দিরে চলছে, মন্দির সাজানোর কাজ, পূরোহিত মশাই জানালেন, সকাল থেকেই চলছে মন্দির পরিষ্কার ও সাজানোর কাজ, কারণ এইরকম বেশ কিছু মন্দিরে পুজো শুরু হবে তিনটে দুপুর থেকে , তাই সমস্ত ফুল দিয়ে আমরা সাজানোর কাজ করছি।।
কারণ তিনটে বাজলেই এলাকায় পুজো দিতে আসবে দর্শনার্থীরা। গিরিশ পার্কের রাম মন্দিরেও দেখা গেল একই অবস্থা, এবং দর্শনার্থীরা অনেক আগে থেকেই এসে লাইন দিয়েছেন মন্দির খুললেই তারা পুজো দেবেন বলে। প্রত্যেকটি মন্দিরে , রাস্তায় ও দোকানে সেই রকম চিত্র ফুটে উঠলো ক্যামেরায়।
“”শম্পা দাস,সম্পাদক,নগর টিভি,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.