। উপস্থিত ছিলেন মাননীয় শ্রী বিমান বন্দ্যোপাধ্যায়, উপস্থিত ছিলেন মাননীয়া মন্ত্রী নারী শিশু কল্যাণ বিভাগ ও সমাজ কল্যাণ বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার ডক্টর শশী পাঁজা , উপস্থিত ছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয়, উপস্থিত ছিলেন সুধাংশু দে মাননীয় সদস্য , অছি পরিশোধ মহাজাতি সদন, শ্রী গৌতম সরকার মাননীয় সদস্য অছি পরিষদ মহাজাতি সদন, উপস্থিত ছিলেন শ্রী বিবেক গুপ্তা, মাননীয় বিধায়ক ও সদস্য অছি পরিষদ মহাজাতি সদন, উপস্থিত ছিলেন মহম্মদ জসিমউদ্দিন মাননীয় পৌরপিতা, উপস্থিত ছিলেন ডঃ পার্থপ্রতিম হাজারী মাননীয় সদস্য , অছি পরিষদ মহাজাতি সদন, এছাড়া উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি বিভাগের অফিসারগণ প্রশাসনিক বিভাগ এবং অন্যান্য সদস্যবৃন্দরা, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, মহাজাতি সদন পেক্ষাগৃহে একটি সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর বিভিন্ন দিক তুলে ধরলেন, অনুষ্ঠান শুরু প্রথমে জাতীয় পতাকা উত্তোলন, এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে , ও একটি দেশাত্মবোধক গানের মধ্য দিয়ে ও শঙ্খ ধ্বনির মধ্য দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু কে স্মরণ করলেন ও অনুষ্ঠানের সূচনা করলেন, এরপর মঞ্চে উপস্থিত সকল অতিথিরা একে একে সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান করলেন, মাল্য দানের পর অতিথিদের উত্তরীয় ব্যাচ পড়িয়ে সম্মানিত করলেন এবং একটি করে চারা গাছ উপহার দিলেন, সারা অনুষ্ঠান জুড়েই ছিল দেশাত্মবোধক গান কবিতা ও নৃত্যের মধ্য দিয়ে সকলকে আনন্দ দিলেন, গান ও নৃত্য পরিবেশন করেছেন রাসমণি বালিকা বিদ্যালয় ও বৈতুলমল কলাবাগান উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দরা, এবং ভারতের অর্থনৈতিক উন্নয়নের নেতাজির দৃষ্টিভঙ্গি, স্মারক বক্তৃতা দিলেন ডঃ অভিরূপ সরকার মহাশয়, এবং জাতীয় পতাকা উত্তোলন করলেন সেই বিমান বন্দ্যোপাধ্যায়, সকল অতিথিবৃন্দরা সংক্ষিপ্ত বক্তৃতার মধ্য দিয়ে নেতাজী সুভাষ চন্দ্র বসুর বিভিন্ন দিক তুলে ধরলেন এবং বেশ কিছু তথ্য প্রকাশ করলেন ,যা অনেকেরই অজানা ছিল, শুধু একটা কথাই বারবার তুলে ধরলেন , নেতাজি সুভাষচন্দ্র বসু জীবিত না মৃত তার হদিস এখনো পাওয়া যায়নি।।।। একজন দেশ নায়ক, যিনি দেশের জন্য লড়াই করে গেছেন, ইনি আজও সবার অচিরেই রয়ে গেছেন.., আমরা যেন এই ভাবেই নেতাজি সুভাষচন্দ্র বসুকে চিরদিন মনে রাখতে পারি, আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম উৎসবে অগণিত ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন,.....।