কলকাতার রয়েল ক্যালকাটা গলফ ক্লাবে 27 জুলাই ২০২৫ লটারি ক্লাবের নতুন প্রেসিডেন্ট এর অভিষেক অনুষ্ঠিত হয়।
””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো””
২৭ এ জুলাই ২০২৫ রবিবার অনুষ্ঠিত হলো রোটারি ক্লাবের নতুন প্রেসিডেন্টের অভিষেক করা হলো। এই সমগ্র অনুষ্ঠানটি ক্যালকাটা গলফ ক্লাবে আয়োজিত করা হয় ঠিক সন্ধে ছটা থেকে রাত নটা পর্যন্ত আয়োজিত হয় । অনুষ্ঠানটি শুরু হয় সংগীতের মাধ্যমে তার সাথে সাথে শ্রাবণ মাস বলে গাছে জল দিয়ে এই অনুষ্ঠানে শুভ সূচনা হয়।
এই অনুষ্ঠানের এই অ্যাসেম্বলি মূল উদ্দেশ্য হলো রোটারি সদস্যদের নিয়ে সমাজকল্যাণমূলক আলোচনা করা, এবং সকলে মিলে ভবিষ্যতে যৌথ লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া । তাঁদের অভিজ্ঞতা ভাবনা ও ভবিষ্যতের পরিকল্পনা ভাগ করে নেয়ার মাধ্যমে গড়ে উঠবে একটি শক্তিশালী সামাজিক সংযোগ।
এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগদত্তা আরেজো ,ডক্টর রমেন্দু হোম চৌধুরী ,পূর্ণেন্দু রায় চৌধুরী, আরটিএম শুভজিৎ দত্ত আরটি এন ডক্টর দেবপ্রিয় চ্যাটার্জি, ডক্টর সুরজিৎ রায়, ডক্টর ললিতা চ্যাটার্জী, অচিস্মিতা সাঁতরা, সিন্সারী ভট্টাচার্য, একে একে প্রতিটি অতিথিদের কে উত্তরীয় , পেইন্টিং, মোমেন্টো দিয়ে বরণ করে নিলেন।
অনাম ধন্য ও অতিথিদের একে একে বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সবাই মন দিয়ে শুনছিলেন অতিথিদের বক্তব্য বক্তব্যের মধ্যে উঠে আসেন ২৭ শে জুলাই ২০২৫ মাসে থেকে ২০২৬ ৩০ শে জুন পর্যন্ত এক বছরে প্রেসিডেন্ট সেক্রেটারি ,ট্রেজারার, ক্লাবের প্রতিটা অফিসার চেঞ্জ করা হয়। ওনাদের পরিবর্তে নতুন অফিসার কে দায়িত্ব দেয়া হয়। এক বছরের জন্য নতুন টিম আছে এই জন্য আজকে দিনটা সেলিব্রেট করা হয় প্রেসিডেন্ট সেক্রেটারি ট্রেজারার এবং ক্লাবের অফিসাররা এই পুরো এক বছরকে চালিয়ে নিয়ে যান
এবং তাদের প্রত্যেকেরই নিজস্ব একটা গোল্ড থাকে। তাদের কাজটাকে তারা সুন্দর ভাগে ভাবে এগিয়ে নিয়ে যান ডক্টর রামেন্দু হোম চৌধুরী গাইডেন্সে ১৪০টি ক্লাব রয়েছে তার মধ্যে সবচেয়ে বড়ো ও প্রসিদ্ধ রোটারি ক্লাব এ্যমপাথি। ডক্টর রমেন্দু হোম চৌধুরী বলেন সমাজ থেকে কিভাবে থ্যালাসেমিয়া নামক রোগটিকে মুক্ত করা যাবে সেটা নিয়েই তাদের কাজ শুরু হয়ে গেছে ।
পোলিওর মতনই থ্যালাসেমিয়া রোগটাকে দেশ থেকে তাড়াতে হবে, সমাজকে মুক্ত করে তুলতে হবে। বিবাহের আগে থ্যালাসেমিয়া পরীক্ষা করাটা অবশ্যই দরকার। যদি থ্যালাসিমিয়া একজন বাহক থাকলে বাচ্ছা তাহলে থ্যালাসিমিয়া হওয়ার সম্ভাবনা কম , কিন্তু স্বামী স্ত্রী দুজনেই যদি বাহক থাকলে তাহলে শিশুর থ্যালাসেমিয়া হবে। তাহলে ভয় পাওয়ার কোন কারণ নেই ।তা বলে জীবন থেমে যায় না। হতাশ হয়ে চিন্তায় ভেঙে পড়ার দরকার নেই। আবার উঠে দাঁড়াতে হবে নিজেকে ভালবাসতে হবে বাঁচার জন্য। তারা বলেছেন কিছু নিয়ম আছে মানলে এই রোগ সমাজ থেকে দূর হতে পারে। এছাড়াও তিনি দ্বিতীয় রিসার্চ করেছে ক্যান্সারের ওপরে। তিনি বলেন এই ক্যান্সার রোগটি মহিলাদের মধ্যে বেশি দেখা যায়। সেই জন্য রোটারি ক্লাবের পক্ষ থেকে ক্যান্সারের প্রতিরোধ টীকা শুরু হয়ে গেছে। ৯ থেকে ১৪ বছরের শিশুদের কে দুটো ইনজেকশন দিতে হচ্ছে। প্রথমে একটা তিন মাস পর আর একটা। শিশুদের এই ডোজ নেয়ার পর ১০০% ক্যান্সার হবে না। ইনজেকশনের আনুমানিক খরচ ২০০০ থেকে ২৫০০। তিনি বলেন তিরিশ বছরের মহিলাদের জন্য তিনটে ডোজ ।তাতেও ৬৫% মহিলা সুস্থ থাকবেন। সমাজের সবাই সুস্থ থাকুন এই বার্তা দিলেন। আমাদের সকল মিডিয়াদের পক্ষ থেকে রোটারি সকল অফিসারদের এবং সকল মেম্বারদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন তারা এই ভাবেই সমাজের কাজে এগিয়ে যাবেন, আমরা আশাবাদী আগামী দিনে আরো সুন্দর সুন্দর প্রজেক্ট আসবে জনকল্যাণের জন্য।
””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো””