নগর সংবাদ,,রিপোর্টার কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায়।।কলকাতায় ইস্টার্ন রেলওয়ে ম্যানস ইউনিয়ন ডাকে বিক্ষোভ সমাবেশ
ইস্টার্ন রেলওয়ে ম্যানস ইউনিয়ন ডাকে ,কলকাতা ফেয়ারলি প্লেসে, জিএম অফিসের সামনে, বেলা আড়াইটা থেক বিক্ষোভ সমাবেশ করেন, বিভিন্ন দাবি নিয়ে, কয়েকশো রেল কর্মচারীরা, উপস্থিত ছিলেন মঞ্চে সভাপতি অমিত ঘোষ, জেনারেল সেক্রেটারী অমিত কুমার বর্মা, এবং সুশান্ত গাঙ্গুলী ছাড়াও আরো অনেক বক্তা বিভিন্ন জেলার মঞ্চে উপস্থিত ছিলেন, বিভিন্ন জেলাথেইউনিয়নের কর্মীরা এ মঞ্চের সামনে উপস্থিত হন,
মঞ্চে বক্তৃতা দেওয়ার আগে দুটি গান পরিবেশন করেন কর্মচারীদের উদ্দেশ্যে, এরপর একে একে সংক্ষিপ্ত বক্তৃতা দেন, তারা বলেন আমরা রেলকে কখনোই বেসরকারি হাতে তুলতে দেব না ,এবং সরকারি পাওনা আমাদের অবিলম্বে মেটাতে হবে, আজ আমাদের এই মিছিল দেখে এবং শোভা দেখে নিশ্চয়ই ওনারা বুঝতে পারছেন, যে আমরা সহজে ছেড়ে যাওয়ার লোক নয় ,আমরা লড়াই করে যাব, আর আমাদের কে শিখিয়েছে কৃষি লড়াই থেকে কিভাবে লড়াই করতে হয়। তাই আমরা ইউনিয়ন বন্ধুদের জানাতে চাই আপনাদের ভয় পাওয়ার কিছু নেই এবং আমরা কথা দিচ্ছি সমস্ত কিছু আদায় করে ছাড়বো। জি দাবিগুলি বক্তৃতার মধ্য দিয়ে তুললেন , 1, ক্রাপ এনপিএস ,ও পি এস পুনরুদ্ধার । 2, কোর্স সমাপ্ত আইন শিক্ষাবিদদের শোষণ। 3, নতুন শ্রম কোড প্রত্যাহার। 4, রেলওয়ে প্রিন্টিং প্রেস সংরক্ষণ করুন, 5, রেলওয়ে সহ সকল পাবলিক সেক্টর ইউনিটে বেসরকারিকরণ বন্ধ করুন। 6, সমস্ত কর্মীদের বকেয়া এম ডিএ, এন এইচ এ। ওটি, টি এ, কিলোমিটার ভাতার এলাকা অবিলম্বে পরিশোধ করতে হবে, 43 হাজার 600 এবং তার উপরে অবিলম্বে নাইট ডিউটি ভাতা প্রদান করুন।