প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৮:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৪, ২০২৪, ৩:২৬ পূর্বাহ্ণ
কলকাতা জুড়ে চলছে মাকে সিঁদুর খেলা ও বরণ এবং প্রতিমা বিসর্জ্জন।
কলকাতা জুড়ে চলছে মাকে সিঁদুর খেলা ও বরণ এবং প্রতিমা বিসর্জ্জন।
”শম্পা দাস,সম্পাদক,নগর টিভি,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো””
১৩ই সেপ্টেম্বর রবিবার, শুরু হয়ে গেছে একে একে মাকে বিদায় জানানোর পালা, সকাল থেকেই এক দিকে চলছে সিঁদুর খেলা, অন্যদিকে চলছে মাকে বরণ করার পালা, এলাকার মহিলারা শাড়ি বদ্ধ ভাবে, একে একে মাকে বরণ করছেন এবং বিদায় জানাচ্ছেন,
আবার যেন মা এই ভাবে ফিরে আসে, সবার মঙ্গল করেন, দেশে শান্তি ফিরিয়ে আনেন। আবার এর মধ্য দিয়ে কেউ কেউ উই ওয়ান্ট জাস্টিসও চাইছেন। অন্যদিকে বিকেল হতে না হতেই, বাড়ির প্রতিমা থেকে শুরু করে ক্লাবের প্রতিমা একে একে চলেছে নিরঞ্জনের পথে। কলকাতার বিভিন্ন ঘাটে, বাবুঘাট, আউটট্রাম ঘাট, বাজে কদমতলা ঘাট।
ছোট ছোট ছেলে মেয়ে থেকে শুরু করে মহিলারা মেতে উঠেছে, বাজনার তালে তালে তাদের নৃত্য, একে একে সারিবদ্ধভাবে প্রতিমা কলকাতার বিভিন্ন রাস্তা দিয়ে এগিয়ে চলেছেন বাবুঘাটের উদ্দেশ্যে।
রাস্তার দুধারে কাতারে কাতারে মানুষ দাঁড়িয়ে প্রতিমা ও প্রশেসন দেখার জন্য অপেক্ষায়, প্রশাসনের তরফ থেকে বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, বিভিন্ন রাস্তায় পুলিশ মোতায়ন রেখেছেন, যাতে কোনরকম গন্ডগোল না হয়,
প্রতিমা শান্তিপূর্ণভাবে বিসর্জনের উদ্দেশ্যে ঘাটে পৌঁছায়। আজ কলকাতার বেশিরভাগই প্রতিমা বিসর্জন হয়ে যাচ্ছে, শুধু রয়ে যাচ্ছে, ১৫ ই অক্টোবর কার্নিভালে যে প্রতিমাগুলি যাবেন ,
যাদের কার্নিভালে আমন্ত্রিত করা হয়েছে, সেই প্রতিমাগুলি রয়ে যাচ্ছে প্যান্ডেলে, ১৫ ই আগস্ট ঠিক বিকেল সাড়ে চারটায় প্রতিমাগুলি সারিবদ্ধ ভাবে থাকবে,
রেড রোডে, ঐদিন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করবেন কারা পুরস্কৃত হবে।
”শম্পা দাস,সম্পাদক,নগর টিভি,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো””
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.