প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৩:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৩, ২০২৪, ১:২৮ পূর্বাহ্ণ
কলকাতা নজরুল মঞ্চে উদযাপিত হলো, জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা দেবীর স্নান যাত্রা।
কলকাতা নজরুল মঞ্চে উদযাপিত হলো, জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা দেবীর স্নান যাত্রা।
”শম্পা দাস,সম্পাদক,নগর টিভি,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো""
আজ , বাইশে জুন শনিবার, সকাল থেকেই শুরু হয়েছে কলকাতা ইসকন মন্দিরে জগন্নাথ বলদেব ও সুভদ্রা দেবী স্নানযাত্রার আয়োজন। অগণিত ভক্তরা বিভিন্ন জেলা থেকে এসে উপস্থিত হয়েছেন মন্দিরে, সকলের মুখে একটি জয় ধ্বনি, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা
আর সাথে সাথে বেজে উঠে খোল ও খঞ্জনি র বোল, রিতি মেনে পূজার পর, গাড়ি করে জগন্নাথ, বলদেব সুভদ্রা কে নিয়ে রওনা হয়, স্নানযাত্রার উদ্দেশ্যে নজরুল মঞ্চে। একইভাবে যখন পুরীর জগন্নাথ মন্দিরে স্নান যাত্রা পালন করে,
রীতিনীতি মেনে, ঠিক, নবদ্বীপ থেকে শুরু করে, কলকাতার ইসকন এবং অন্যান্য জেলার মন্দিরেও এই দিনেই হয় স্নান যাত্রা পালন। কলকাতা ইসকন মন্দিরে জগন্নাথ বলদেব ও সুভদ্রা দেবীর জন্য স্নান যাত্রার আয়োজন করা হয় কলকাতা রবীন্দ্র সরোবর সংলগ্ন নজরুল মঞ্চে, এবারে ইসকনের তরফ থেকে স্থান পরিবর্তন করা হয়।
ঠিক বিকেল পাঁচটায় শুরু হয় জগন্নাথ বল দেব শুভদ্রা কে স্নান করানো। জানা যায় এই দিন নাকি একশো আট কলসি জ্বর নিয়ে স্নান করাতে হয়। যাহার ফলে জগন্নাথ বলদ ও সুভদ্রার জ্বর আসে, ১৪ দিন ধরে জ্বরে পড়ে থাকেন,
তাদের চিকিৎসা চলে, তারপর রথযাত্রার দিন সুস্থ হয়ে তারা মাসির বাড়ি রওনা দেন বলে জানা যায়।, সংক্ষিপ্ত ভাবে জানতে গিয়ে বলেন, জগন্নাথ সবার মধ্যে রয়েছে, একটা কথা জানা যায় কোন দেবতা সিংহাসন ছেড়ে আসে না কিন্তু আমাদের জগন্নাথ বলদের সুভদ্রা, এই দিনে সিংহাসন ছেড়ে আলাদা ভাবে স্নান করতে বেরান,
সেই দিনটি হল আজ, তাই আমরা আজকে স্নান যাত্রা উদযাপন করছি, এবং প্রভুর বিভিন্ন আচার অনুষ্ঠান মেনে পুজো করছি। আমরা রাত সাড়ে আটটায় আরতীর আয়োজন রেখেছি। আর সকলকে ও সকল ভক্তদেরকে আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই আমাদের প্রতি বছর যেখানে রথযাত্রা উৎসব পালিত হয়, সবাই যেন উপস্থিত হয়, এবং আমাদের যারা মিডিয়া বন্ধু তারাও যেন একইভাবে আমাদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়ান, মহাপ্রভুর প্রচার দিকে দিকে যেন ছড়িয়ে দেন, আর সকল কে বলব আমাদের মেলা প্রাঙ্গন থেকে যেন সবাই প্রভুর ভোগ গ্রহণ করেন।
”শম্পা দাস,সম্পাদক,নগর টিভি,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো""
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.