নগর সংবাদ,রিপোর্টার কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায়।।সভা নির্বাচন2021, কেন্দ্র করে আজ সকাল থেকে144টি বুথের ভোট গণনা শুরু হয়, একে একে জয়ী প্রার্থীদের নাম ঘোষণা করার সাথে সাথে, কয়েকটি এলাকায় গন্ডগোল শুরু হয়, কিন্তু 134 টি আসনে তৃণমূল জয়ী হয়, সারা কলকাতা শহর সবুজ আবিরে ভেসে যায়।
,এক একটি প্রার্থীর নাম ঘোষণা করার সাথে সাথে বাইরে উত্তেজনা তৃণমূল কর্মীদের, এমনকি সবুজ আবির ও প্রশেসনের মাধ্যমে তারা এলাকা ঘুরতে থাকে সেই প্রার্থী কে নিয়ে, জাতীয় বিরোধী দলের মধ্যে কোন গন্ডগোল ,অশান্তি না হওয়া পুলিশ মোতায়েন শেষ পর্যন্ত রয়েছে, জয়ী প্রার্থীদের মধ্যে, বেশ কয়েকজন জয়ী প্রার্থী হলেন , 45 নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠক, 91 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী বৈশানর চ্যাটার্জী, 81 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী জুই বিশ্বাস,
112 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী গোপাল রায়, 92 নম্বর ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী মধুছন্দা, 93 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী মিতালী ব্যানার্জি, 89 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী মমতা মজুমদার, 95 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী তপন দাশগুপ্ত, 102 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সীমা দাস, ছাড়া উপস্থিত ছিলেন ভোট গণনা কেন্দ্রে মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস মহাশয়
, এরপর জানুয়ারি 2 তারিখ ভাগ্য গণনা হবে কি হবে কলকাতা কর্পোরেশনের মহানাগরিক অর্থাৎ মেয়র, চলছে প্রত্যেক ওয়ার্ডে কানাঘুষো আলোচনা । রিপোর্টার কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায়