আজ ১০ই সেপ্টেম্বর রবিবার, কলকাতা পৌরসভার উদ্যোগে, বিভিন্ন রাস্তার দু'ধারে ও পার্কে ও রাস্তার দু'ধার এর মাঝে, চলছে সবুজায়নের কাজ, বেশ কয়েকদিন যাবত বৃষ্টির মধ্যেও, দু-দূরান্ত থেকে বিভিন্ন ধরনের গাছ এবং দুর্বা ঘাস লাগানোর কাজ চলছে।,
জানতে পারি লেবার দের কাছ থেকে,এই সকল গাছ কোথা থেকে আনা হচ্ছে এবং কিভাবে চাষ হচ্ছে,, তাহার উত্তরে জানান ,শেখর পুরে একটি জায়গায় সরকারি উদ্যোগে এই সকল দুর্বা ঘাস ও বিভিন্ন ধরনের গাছ তৈরি হচ্ছে , সেখান থেকেই এনে আমরা এখানে লাগাচ্ছি।, সরকার যে সবুজায়নের উদ্যোগ নিয়েছেন সেটা সফল করতেই এই আয়োজন,
যে সকল পার্ট গুলি নষ্ট হয়ে গিয়েছিল সেগুলিকে ভেঙে পুনরায় নতুন করে সেখানে এই ধরনের গাছ দুর্বা গাছ লাগানো চলছে।, সুন্দরভাবে কাজগুলিকে প্রতিষ্ঠা করছেন, তাই নয় পার্ক গুলিকে গ্রিল দিয়ে ঘেরে দেয়া হচ্ছে যাতে কোনরকম পশু খেয়ে নষ্ট করতে না পারে বা ভেতরে ঢুকে নষ্ট করতে না পারে, সরকারের তরফ থেকে বিভিন্নভাবে প্রচার করছেন ,গাছ লাগান গাছ বাচান, সবুজায়ন তৈরি করুন ,অক্সিজেন তৈরি করুন, গাছ আপনাকে অক্সিজেন দিতে পারে,মাটির ক্ষয়ক্ষতি রোধ করতে পারে, মানে একটি প্রাণ, আপনারাও আমাদের সাথে হাতে হাত মিলিয়ে সবুজায়নে মাতুন, আলাধ্যার নদীর ধারে, আপনার বাড়ির পাশে, পার্কে যেখানেই জায়গা থাকবে এই কাজ লাগিয়ে অক্সিজেনের অভাব পূরণ করুন।