রথযাত্রা ও উড়িষ্যা উৎসব ২০২৩, উপলক্ষে শ্রী জগন্নাথ সেবা সমিতি একটি প্রেস মিট করলেন.। আজ ১৭ ই জুন শনিবার, বিকেল তিনটায় ,কলকাতা প্রেসক্লাবে শ্রী জগন্নাথ সেবা সমিতির উদ্যোগে ও সংস্কৃতিক শাখা উৎকল উড়িষ্যা উৎসবে পরিচালনায় একটি সাংবাদিক সভা করলেন ও রথযাত্রার উড়িষ্যা উৎসব ২০২৩ এর আনুষ্ঠানিক শুভ সূচনা করলেন.=.। এবং সাংবাদিকদের সামনে অনুষ্ঠানের বর্ণনা করলেন, এ বছর কি কি অনুষ্ঠান থাকছে এবং এই অনুষ্ঠানে কে কে বিশেষ অতিথি উপস্থিত থাকছেন ,সমস্ত কিছুই পর্যালোচনা করলেন। আজকে মঞ্চে উপস্থিত ছিলেন, অসীম কুমার বসু কাউন্সিলর ৭০ নম্বর ওয়ার্ডে, উপস্থিত ছিলেন প্রমোদ কুমার জানা জেনারেল সেক্রেটারী জগন্নাথ সেবা সমিতি, উপস্থিত ছিলেন কাশীনাথ বেহারা উৎকলের প্রেসিডেন্ট, উপস্থিত ছিলেন চন্দ্রশেখর পানিগ্রাহী প্রেসিডেন্ট জগন্নাথ সেবা সমিতি, এবং ভাইস প্রেসিডেন্ট পরশুরাম বিশয়ী জগন্নাথ সেবা সমিতির,…..। তাহারা জানান এবারে আমরা আনন্দিত , ২০০৩ থেকে এই রথযাত্রা শুরু করেছি, কিন্তু এই প্রথম এই বছর থেকে আমাদের রথ যাবে নর্দান এভিনিউ পর্যন্ত, এবং সেখানে সাতদিন জগন্নাথ, বলরাম, সুভদ্রা থাকবে। সাত দিন ধরে চলবে বিভিন্ন অনুষ্ঠান ও প্রতিযোগিতা, উপস্থিত থাকবেন বিভিন্ন স্বনামধন্য শিল্পী ,নৃত্যশিল্পী এবং উড়িষ্যা থেকে আগত নৃত্য শিল্পীর দল. উপস্থিত থাকবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস,
রথযাত্রা শুরু হবে ২০ শে জুন এবং চলবে আঠাশে জুন পর্যন্ত এই সাত দিন ধরে চলবে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ও ভোগ বিতরণ, ২০ শে জুন রথযাত্রার দিন রথের আগে আগে থাকছে বর্ণাঢ্য শোভাযাত্রা, ছৌ নিত্য থেকে শুরু করে বিভিন্ন পারফরমেন্স, এছাড়াও থাকছে ছোট ছোট শিশুদের জন্য শাস্ত্রীয় সংগীতের প্রতিযোগিতা ও নৃত্যের প্রতিযোগিতা, থাকছে প্রতিযোগীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান, এছাড়াও এই উৎসবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে জগন্নাথ ইন বেঙ্গল আইস বইটি, ও উৎকল সুবেনীর এবং ঝুমারের অ্যালবাম।। ২৫ শে জুন স্বনামধন্য গায়িকা সাধনা সরগম সহ ২৫ জনের একটি দল পারফরম্যান্স করবেন মঞ্চে, মাননীয় কলকাতা পুরো নিগমের ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম কুমার বসু বলেন, আমি খুবই আনন্দিত ,এই বছর উড়িষ্যা উৎসব, আমার এলাকায়এ হচ্ছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী, পুরো নিগম এই অনুষ্ঠান করার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, এর সাথে সাথে আরো একটি আনন্দের খবর দিলেন, খুব শিগগিরই আমরা এই এলাকায় একটি জগন্নাথ মন্দির তৈরি করার পরিকল্পনা নিচ্ছি, সেই কাজ খুব শীঘ্রই শুরু হবে।… ভক্তবৃন্দরা এখানে এসে তাদের পুজো দিতে পারবেন,,,,। শ্রী জগন্নাথ সেবা সমিতির এই উদ্যোগকে আমি স্বাগত জানাই, যাহারা এই রথ কে এত বছর যাবত পরিচালনা করছেন।।