কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত হল, দীনেশচন্দ্র সেন আলোচনা সভা ও গবেষণা পুস্তক সম্মাননা ২০২৪।
nagarsangbad24
-
প্রকাশিত: ডিসেম্বর, ২৮, ২০২৪, ১:২৭ পূর্বাহ্ণ
-
১০ ০৯ বার দেখা হয়েছে
কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত হল, দীনেশচন্দ্র সেন আলোচনা সভা ও গবেষণা পুস্তক সম্মাননা ২০২৪।
শম্পা দাস,সম্পাদক,নগর টিভি,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো””
২৭শে ডিসেম্বর শুক্রবার, ঠিক বিকেল পাঁচটায়, কলকাতা প্রেসক্লাবের প্রেক্ষাগৃহে আয়োজিত হলো, আচার্য দীনেশ চন্দ্র সেন রিসার্চ সোসাইটি পরিচালনায় এবং দেবকন্যা সেন এর উদ্যোগে, দীনেশচন্দ্র সেন আলোচনা সভা ২০২৪ এবং গবেষণামূলক পুস্তক সম্মাননা ২০২৪ ও বিশ্বের সম্মাননা ২০২৪, সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আচার্য দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটির সভাপতি ডক্টর অরূপ মিত্র, সাধারণ সম্পাদিকা দেবকন্যা সেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজসেবী ও ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এর ভারপ্রাপ্ত প্রিয়দর্শিনী দাস ও দীপঙ্কর দাস , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর সুজিত কুমার পাল বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় মেদিনীপুর, অধ্যাপক ডক্টর বিমল কুমার থান্ডার সহযোগী অধ্যাপক, কবি জয়দেব মহাবিদ্যালয় ইলামবাজার বীরভূম, অধ্যাপক ডক্টর সুরঞ্জন মিদ্দে বাংলা বিভাগ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়,
সোমনাথ মুখোপাধ্যায় লেখক ও বিশিষ্ট গবেষক, সুকুমার রুইদাস প্রাক্তন শিক্ষক, শিক্ষা রত্ন পশ্চিমবঙ্গ সরকার দুর্গাপুর, এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য অতিথিবৃন্দ। শুভ সূচনার প্রাক্কালে আচার্য দীনেশচন্দ্র সেন মহাশয় এর জীবনী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন, তারপর একে একে মঞ্চে উপস্থিত অতিথিদের বরণ করে নেন , উত্তরীয় ব্যাচ পরিয়ে হাতে স্মারক ও ফুল এবং মিষ্টি দিয়ে । প্রতিবছরের ন্যায় এ বছরও কলকাতা প্রেসক্লাবে আয়োজিত আচার্য দীনেশ চন্দ্র সেন রিসার্চ সোসাইটি, বেশ কয়েকজন গুণী ব্যক্তিদের সম্মানিত করেন স্মারক ও সংশাপত্র দিয়ে। বিশ্বের সম্মাননা ২০২৪ দেন সমাজসেবক , পশুপ্রেমী, সর্বভারতীয় দুর্নীতি বিরোধী কাউন্সিল, সবুজপ্রেমী, প্রিয়দর্শিনী দাশ ও দীপঙ্কর দাস কে।
বিশেষ সম্মাননা প্রদান করেন সুকুমার রুইদাসকে প্রাক্তন শিক্ষক ও শিক্ষারত্ন। গবেষণামূলক পুস্তক সম্মাননা ২০২৪ দেন, অধ্যাপক ডক্টর সুরঞ্জন মিদ্দেকে বাংলা বিভাগ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এবং সোমনাথ মুখোপাধ্যায়কে, লেখক ও বিশিষ্ট গবেষক। প্রত্যেক অতিথি সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে যেমন আচার্য দীনেশচন্দ্র সেনের কাজকর্মের ধারাকে তুলে ধরেন, প্রেমিকার এই রিসার্চ সোসাইটি কে যেভাবে একটু একটু করে এগিয়ে নিয়ে চলেছেন দেবকন্যা সেন হারা গর্বিত, এই অনুষ্ঠানে গেছে এরকম সম্মানিত হতে পেরে, তারা জানান এই সোসাইটি আগামী দিনে আরও এগিয়ে যাক এবং বিভিন্ন কাজ-কর্মে যুক্ত থাকুক এই আশা করি। এর পাশাপাশি সমাজসেবী ও ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এর যাহারা ভারপ্রাপ্ত, দেশ-বিদেশে সমাজসেবা করে চলেছেন, তার সাথে সাথে মহিলাদের সুরক্ষা ও পশুদের সুরক্ষা ছাড়াও, যাহারা সবুজকে বাঁচানোর চেষ্টা করছেন, দুস্থ মানুষদের সেবা করছেন, সমাজসেবী প্রিয়দর্শিনী দাশ ও দীপঙ্কর দাস বলেন, আমরা যত সামান্য, চেষ্টা করি অসহায় মানুষদের পাশে থাকার, পশুদের পাশে থাকার, এবং নির্যাতিতা মানুষদের পাশে থাকার, নারীদের পাশে থাকার, ছোট ছোট শিশুদের পাশে থাকার, যেভাবে দেশের নারী নির্যাতন বেড়ে চলেছে, পশুদের মেরে ফেলা হচ্ছে, সবুজ গাছ নিঃস্ব হয়ে পড়ছে, কেটে ফেলা হচ্ছে, এই সকলের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করার চেষ্টা করি,
এবং এই সকল অন্যায়কে কখনো আলোচনার মধ্য দিয়ে, কখনো প্রশাসনের মাধ্যমে, কখনো আইনের মধ্য দিয়ে সমাধান করার চেষ্টা করি। এছাড়াও সারা বছর ধরে চেষ্টা করি তাদের হাতে খাবার ,ঔষধ এবং সামান্য জামাকাপড় দিয়ে পাশে থাকার। আজ এরকম একটি অনুষ্ঠানে আসতে পেরে আমরা নিজেদেরকে ধন্য বলে মনে করছি ও কৃতজ্ঞতা জানাই আচার্য দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটির সাধারণ সম্পাদিকা যাহার উদ্যোগে এই সুন্দর অনুষ্ঠানের আয়োজন দেবকন্যা সেনকে।। কৃতজ্ঞতা জানাই প্রেক্ষাগৃ সকল দর্শক বন্ধুদের,
শম্পা দাস,সম্পাদক,নগর টিভি,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো””
এ বিভাগের আরও খবর...