কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের উদ্বোধন করেন , ক্রীড়া মন্ত্রী, অরূপ বিশ্বাস
”শম্পা দাস,সম্পাদক,নগর টিভি,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো""
কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের উদ্বোধন ম্যাচে, গতবারের চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব ৬-০ গোলে উয়ারীএসি পরাজিত করে। এর আগে জাকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানে আনুষ্ঠানিক উদ্বোধন করেন
রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস, অনুষ্ঠানে বলিউড-টলিউড এর শিল্পী জিৎ গাঙ্গুলী ও বিট ব্রেকার পারফরমেন্সে মাতিয়ে দেন দর্শকদের। লেসার শো হয়, এদিন উদ্বোধনী অনুষ্ঠানে ফুটবলে তাদের নীরব অবদানের জন্য সংবর্ধিত হলেন দেবাশীষ সেন ,ডক্টর প্রশান্ত মাহাতো, পৃথীশ দাস,
এছাড়াও সংবর্ধিত হলেন জি নেটওয়ার্কের চ্যানেল হেড আশীষ, এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত, সভাপতি অজিত বন্দোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত, কোষাধ্যক্ষ দেবাশীষ সরকার ,
সহ-সভাপতি সৌরভ পাল ,স্বরূপ বিশ্বাস ,সহ-সচিব বিশ্বজিৎ ভাদুরি ,রাকেশ ঝা,, সুদেশনা মুখার্জি এবং মোহাম্মদ জামাল , তমাল ঘোষাল, ম্যানেজিং ডিরেক্টর পুনম থারার, ম্যাচে ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হন মোহামেডান স্পোর্টিং ক্লাবের সজল বাগ। এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্যরা। একটি সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে শুভ সূচনা হয়।