কলকাতা, বরানগরে তৃণমূল পাথমিক শিক্ষক সমিতি চক্রের পক্ষ থেকে -সমিতি চক্রের পক্ষ থেকে শিক্ষক দিবস পালন করা হলো।
””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো””
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের মঞ্চ থেকে প্রণাম জানালেন ।
শিক্ষা সেলের চেয়ারম্যান ব্রাত্য বসু মহাশয়কে মঞ্চ থেকে একজন শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে শ্রদ্ধাঞ্জলি দিয়ে এই অনুষ্ঠানটি শুরু করেন ।আজকের মঞ্চ থেকে শিক্ষিকারা সকল শিক্ষকদের প্রণাম জানালেন,
অবসরপ্রাপ্ত শিক্ষকদের এবং বর্তমানে কর্মরত শিক্ষকদের সম্মাননা জ্ঞাপন করা হয়েছে, আমাদের জেলায় অন্যতম শ্রেষ্ঠতম শিক্ষক মাননীয় চেয়ারম্যান ডিপিএসসি শ্রদ্ধেয় দেবব্রত সরকার মহাশয় অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন।
উপস্থিত ছিলেন পৌরপ্রধান অপর্ণা মল্লিক, শ্রী অঞ্জন পাল মহাশয়, অমর পাল ,জয়ন্ত রায়, গৌড় জানা ,সুনাথ বিশ্বাস, পুষ্পা রায় ,
নীলু গুপ্তা ,পৃথা মুখার্জী, এছাড়া উপস্থিত ছিলেন কাউন্সিলর ,প্রতিটি সিআইসির মেম্বার এবং প্রতিটি স্কুলের শিক্ষক-শিক্ষিকারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।
৫ ই সেপ্টেম্বর শুক্রবার সর্বপল্লী রাধা কৃষ্ণানের জন্মদিন , এই দিনটি শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। এই অনুষ্ঠানটি শুরু হয় বিকেল তিনটে।
এই অনুষ্ঠানের শুরুতেই সর্বপল্লী রাধাকৃষ্ণাণ এর পথিকৃতিতে মাল্যদান ও পুস্পার্ঘ অর্পণ করেন।
এই অনুষ্ঠানটি শুভ উদ্বোধন হলো সকল অতিথিদের নিয়ে প্রদীপ উজ্জ্বলনের মধ্যে দিয়ে।
মঞ্চের প্রতিটি অতিথিকে উত্তরীয় ব্যাচ ফুলের তোড়া স্মারক দিয়ে বরণ করে নেয়া হলো।
ওয়েস্ট বেঙ্গল তৃণমূল প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন রাজ্যের কোষাধ্যক ঐন্দ্রিলা মন্ডল নন্দী
মহাশয়ার উদ্যোগে এবং যুগ্ম উদ্যোগ বরানগরের বিশিষ্ট শিক্ষিকা শর্মিষ্ঠা জানা।
এই দুজন শিক্ষিকারা মিলে বরানগরের এরকম একটি সুন্দর অনুষ্ঠান করেন। এবং ১০০ জনের মতন শিক্ষক শিক্ষিকাদের সম্মানিত করেন উত্তরীয়, ব্যাচ, ফুলের তোড়া,
মিমেনটো দিয়ে প্রতিটি কাউন্সিলারবৃন্দ প্রতিটি শিক্ষককে এবং শিক্ষিকাকে বরণ করে নেন এবং সম্মান জ্ঞাপন করেন।
প্রতিবছরের ন্যাও এবছরও এই শিক্ষক দিবস পালন করলেন এবং অতিথিদের বক্তব্যে জানা গেল তিনি কয়েকটি পদক্ষেপও নিয়েছেন ডেঙ্গু নিধন, যাতে কোনভাবে এলাকার বাসী ডেঙ্গুতে আক্রান্ত না হয়।
তাহা যথাযথ ব্যবস্থা এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, বিভিন্ন জলাশয় কে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় তার ব্যবস্থা করা।
সারাদেশেই শিক্ষক দিবস পালিত হচ্ছে স্কুল কলেজ থেকে শুরু করে পাইভেট টিউশন ও উন্নয়ন অন্যান্য ইনস্টিটিউট পর্যন্ত এবং শিক্ষকরা বলেন
ছাত্ররা দেশের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করেন, আমরা তাদেরকে সামান্যতম কিছু দিয়ে সম্মান জানালাম ।
এইরকম সকল শিক্ষক-শিক্ষিকরা শিক্ষিকারা না থাকলে কখনো কারিগর তৈরি হতে পারতাম না এবং সমস্ত শিক্ষক শিক্ষিকারা আমাদের ডাকে সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন এবং এই অনুষ্ঠান সুন্দরময় করে তুলেছেন,
আজকের শিক্ষক দিবস উপলক্ষে মিডিয়া তরফ থেকে রইল অসংখ্য শ্রদ্ধেয় প্রণাম এবং আন্তরিক অভিনন্দন।
””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো””