প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৮:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১, ২০২৩, ৮:৫৩ পূর্বাহ্ণ
কলকাতা বরানগর দাদাভাইয় সংঘের দুর্গাপুজো থিম উদ্বোধন হলো প্রদীপ প্রজ্জলনের মধ্যে দিয়ে শুভ সূচনা
কলকাতা বরানগর দাদাভাইয় সংঘের দুর্গাপুজো থিম উদ্বোধন হলো প্রদীপ প্রজ্জলনের মধ্যে দিয়ে শুভ সূচনা
শম্পা দাস— সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগরসংবাদ ২৪ ডটকম,,কলকাতা ব্যুরো
আজ ৩০ শে সেপ্টেম্বর শনিবার বিকেল ছটায় বরানগর নপাড়া দাদাভাইয় সংঘের এবছরের দুর্গাপুজো থিম উদ্বোধন হলো প্রগতি সংঘের মাঠে। আজ বুম্বাদা অর্থাৎ প্রসেনজিৎ চক্রবর্তী শুভ জন্মদিন। আজকে বিরাট বড় মেঘা ইভেন্ট রাখা হয়েছে
প্রগতিসংঘের মাঠে তার সাথে সাথে বুম্বাদার নতুন ছায়াছবি দশম অবতারের একটি গান অনুপম রায় গিয়েছেন সেটির আজকে রিলিজ হবে বা প্রমো হবে
এবং তার সাথে সাথে নপারা দাদাভাইয়ের সংঘের থিম উদ্বোধন পুজোর আগে সবকিছু মিলিয়ে একদম বিরাট একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং প্রদীপ প্রজ্জলনের মধ্যে দিয়ে শুভ সূচনা হয়।
একের পর এক অতিথিদের বরণ করে নেন স্ত্রী অঞ্জন পাল মহাশয় উত্তরীয় পরিয়ে হাতে একটি করে স্মারক দিয়ে তাদেরকে সম্মানিত করেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরানগরের বিধায়ক শ্রী তাপস রায় দমদম সাংসদ অধ্যাপক সৌগত রায়
বরানগরের পৌরপ্রধান শ্রীমতি অপর্ণা মৌলিক। পশ্চিমবঙ্গের সরকারের অনেক গুলো বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং তৃণমূল রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সভা নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য
বাংলা সিনেমা জগতের স্বনামধন্য অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাংলাদেশের বিশিষ্ট অভিনেত্রী জয়া হাসান শ্রীকান্ত মোহতা অনির্বাণ ভট্টাচার্য এছাড়াও বরানগরের কাউন্সিলর গণ এবং থিম ও মণ্ডপ সজ্জায় সৌরজিত ব্যানার্জি
নপাড়া দাদাভাই সংঘের গত বছরে সিলিকনের প্রতিমা সারা বাংলা তথা বিভিন্ন জায়গা বিভিন্ন রাজ্য বিশেষভাবে আলোচিত হয়েছিল এবছরেরও থিম প্ল্যাটফর্ম দর্শকদের মনে সারা জাগবে
এবং এই থিম দর্শকদের আনন্দ দিতে পারবে এইভাবেই পূজোর উদ্যোক্তারা যেন আরো নতুন নতুন ভাবনা-চিন্তা নিয়ে আসতে পারে। পুরো অনুষ্ঠানটি পরিচালনায় আছেন শ্রী অঞ্জন পাল মহাশয়।
শম্পা দাস— সম্পাদক,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ ডটকম,,কলকাতা ব্যুরো
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.