২৩শে জানুয়ারী মঙ্গলবার, সকাল সাড়ে সাতটায়, নেতাজী জন্ম উৎসব কমিটির পরিচালনায়, বরানগর নেতাজী পার্কের , গোপাল লাল ঠাকুর এবং মল্লিক কলোনী সংযোগস্থলে, প্রতি বছরের ন্যায় এবছরও নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৭ তম জন্মদিন পালন করলেন।
১৩ নং ওয়ার্ডের পৌরপিতা রামকৃষ্ণ পাল ও প্রাক্তন পৌরমাতা শ্রীমতি সরমা পাল এর উদ্যোগে, জাতীয় পতাকা উত্তোলন ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। মঞ্চে উপস্থিত ছিলেন, অধ্যাপক ও সাংসদ সৌগত রায়, বিধায়ক তাপস রায়, মাননীয় নির্মল ঘোষ পশ্চিমবঙ্গ সরকার, বিধায়ক পুলক রায়, বিধায়ক তপন দাশগুপ্ত, বরানগরের পৌরমাতা অপর্ণা মৌলিক, বিধায়ক সুদীপ্ত রায়,
উপ পৌরপ্রধান দিলীপ নারায়ণ বসু, মেয়র পারিষদ পার্থ দত্ত, অঞ্জন পাল, জয়ন্ত দাস , আলপনা লাহা, অমর পাল, সুব্রত মুখার্জী, তাপস দাশগুপ্ত থেকে শুরু করে অন্যান্য তৃণমূল কংগ্রেসের সদস্য রা এবং এলাকা বাসী।
নেতাজী সুভাষচন্দ্রের জন্ম দিবস কে কেন্দ্র করে, সারাদিন ধরে চলে বিভিন্ন অনুষ্ঠান, দৌড় প্রতিযোগিতা, বসে আঁকো প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, সন্ধ্যায় উদ্ধোধনী সংগীত ও মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান,
সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, দর্শকদের মন মাতাতে, কালার্স বাংলা চ্যানেল এ সোহাগ চাঁদ সিরিয়ালের, সোহাগ, অন্বেষা চক্রবর্তী, এছাড়াও উপস্থিত থাকবেন মান্না কন্ঠী পার্থ মিধে এবং এলাকার ছোট ছোট শিশু শিল্পীরা,
সংক্ষিপ্ত বক্তব্যে একটা কথায় বলেন , মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় এবং আমাদের কাছের মানুষ সাংসদ,
বিধায়ক ও বরানগর পৌরসভার সহযোগিতায় আমি প্রতি বছর ২৩শে জানুয়ারী ও ২৬শে জানুয়ারী এই দুইদিন পালন করে আসছি,
এছাড়াও বিভিন্ন সামাজিক মূলক কাজ করলেও এই দুটো দিন আমার কাছে মূল্য বান দিন, আর সকলের সহযোগিতা পায় বলে ,
আমি বড় করে করতে পারি, তাই সকলের কাছে আমি কৃতজ্ঞ, এমনকি এলাকার মানুষ দের কাছেও, যে কোনো কাজে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আমাদের পাশে থাকেন।