বরানগর পৌরসভার রবীন্দ্র ভবনে , তৃণমূল কংগ্রেসের কর্মী সভা।
“”শম্পা দাস,সম্পাদক,নগর টিভি,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো
আজ ৩১ শে মার্চ রবিবার, বরানগর পৌরসভার রবীন্দ্রভবনে সকাল দশটা থেকে কর্মীসভার আয়োজন করা হয়, এবং দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূল মনোনীত চতুর্থবারের,
প্রার্থী সৌগত রায় নির্বাচনী প্রচারের কর্মসূচী আজ থেকে থেকে শুরু হল উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের চতুর্থবারের প্রার্থী মাননীয় সৌগত রায় উপস্থিত ছিলেন বিধানসভার বিধায়ক ও দমকল মন্ত্রী সুজিত বোস উপস্থিত ছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং যার উদ্যোগে এবং প্রচেষ্টায় আজকের কর্মী সভার আয়োজন,
বরানগর পৌরসভার পৌরমাতা অপর্ণা মৌলিক সহ, বরানগর পৌরসভার সমস্ত ওয়ার্ডের কাউন্সিলর ও পৌরপিতার উপস্থিত ছিলেন। রবীন্দ্র ভবন চত্বরে তৃণমূল কংগ্রেসের সদস্যদের ভিড় চোখের পড়ার মতো,
মাননীয় সৌগত রায় মহাশয় বলেন, আমার একটা কথা ভালো লাগে, যেটা প্রতিবারেই কর্মীসভায় এতটাই আমার ডাকে সাড়া দেয় আমি কল করবি বৃন্দ ও এলাকাবাসীর কাছে কৃতজ্ঞ, সকল বক্তব্যের মধ্য দিয়ে একটা কথাই উঠে আসে, এলাকার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় কে ভালোবাসে মততা বন্দ্যোপাধ্যায়ের কাজকে ভালোবাসে,
মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প মানুষকে কাছে এনে দিয়েছে, বিরোধী দল কি বলল আমাদের জানার দরকার নাই, এলাকার মানুষ যদি কাজের মানুষকে ভালোবাসে তারা ব্যালটে প্রমাণ দেবে। এবং তৃণমূল কংগ্রেসের সকল কর্মীরা দিদির নির্দেশ মেনে চলে,
দিদি যখন যে ধরনের প্রকল্প তুলে ধরেছেন কর্মীরা এলাকায় এলাকায় কাজ করেছেন তাই ২০২৪ এর ভোট জনগণ বিচার করবে, কাকে দেবে কাকে দেবে না, আর বিরোধী দল এর নেতারা বিভিন্ন জায়গায় হেরে তারা প্রার্থী দিয়েছে দেখা যাক না সাধারণ মানুষ কি চায়, সাথে মাননীয়া সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বলেন ,
আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ, যিনি আমাকে কাজ করার সুযোগ করে দিয়েছেন, আমাকে মানুষের সামনে পৌঁছে দিয়েছেন। তার পথ অনুসরণ করেই আমি এগিয়ে যাব , তাহার কাজের ধারাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব,
তাই নয় বরানগর এলাকার সকল কর্মীদের আমি কৃতজ্ঞতা জানাই যেভাবে দিদির পরামর্শে এলাকার উন্নয়ন করেছেন এলাকার মানুষের পাশে রয়েছেন। তাই এলাকার মানুষ বিচার করবে ,২০২৪ এর ভোট কাকে দেবেন, আর তৃণমূল কংগ্রেস পুনরায় আসছে এটা আমাদের দৃঢ় বিশ্বাস। মা মাটি মানুষের জয় আবার হবে।