২রা জানুয়ারী মঙ্গলবার, ঠিক দুপুর দুটোয়, কলকাতা ময়দান মাঠে, এ আই টি এ এ পরিচালিত, এবং জয়ন্ত দাশগুপ্ত ও রুমা দাশগুপ্তের উদ্যোগে , কলকাতা বসন্ত উৎসব ২০২৪ এর খুঁটিপুজোর শুভ সূচনা হলো, পুরোহিতের মন্ত্র উচ্চারণ ও জ্বয়র ধ্বনির মধ্য দিয়ে, প্রতিবছরের ন্যায় এই বছরও বসন্ত উৎসবে মেতে উঠবে বিভিন্ন জেলার থেকে আসা মডেল,
ফটোগ্রাফার এবং সাধারণ মানুষ, চলবে সারাদিন ধরে বিভিন্ন অনুষ্ঠান নাচ গান র্যাম্প শো ও অন্যান্য অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণীর কাজ। থাকবেন বিশিষ্ট অতিথিবৃন্দরা ও প্রশাসনিক লোকেরা।
এই অনুষ্ঠান চলবে দুইদিনব্যাপী ২৩/৩/২৪ ও ২৪/৩/২৪, সারাদিনব্যাপী, মেতে উঠবে এই ময়দান মাঠ আর তারই খুঁটি পুজো দিয়ে শুভ সূচনা করলেন এ আই টি এ এ পরিবার। বসন্ত উৎসব মানেই কলকাতা সবচেয়ে বড় এই উৎসব অনুষ্ঠিত হয় ময়দান মাঠে, সারা দেশ থেকে মানুষের ঢল নেমে আসে, এই ময়দানে দেখার জন্য, ,
এ আই টি এ এ পরিবার বেশ কয়েকটি অনুষ্ঠান করে মানুষের মন জয় করেছেন ,তেমনি মানুষের অনেক কাছে এসে পৌঁছে গেছেন। সবাইকে নিয়ে একটা পরিবার তৈরি করে ফেলেছেন, বসন্ত উৎসব, বড়দিন, ৭৭৭ লাইভ দুর্গা মানুষের মনকে একটা আলাদা আলোড়ন সৃষ্টি করে দেয় ,
এই অনুষ্ঠান দেখার জন্য মানুষ সকাল থেকে এসে উপস্থিত হন। এ আই টি এ এ পরিবারের উদ্যোক্তা, জয়ন্ত দাস গুপ্ত ও রুমা দাশগুপ্ত একটি কথাই বললেন ,কোন অনুষ্ঠান একার পক্ষে সম্ভব নয়।
এই পরিবার না থাকলে, তাই সকল পরিবারকে নিয়ে একসাথে চলার চেষ্টা করি, এবং সকলের সহযোগিতা অতি অবশ্যই আমাদের প্রয়োজন।
এর সাথে সাথে বলেন এবারের বসন্ত পূজো একটু আলাদা ভাবে করার চেষ্টা করছি, যাতে মানুষের মনকে আরো ছুঁয়ে যায়, আজ এই খুঁটি পূজার মধ্য দিয়ে শুরু হল আমাদের নতুন বৎসরের পথচলা, সকলকে জানায় নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা ।