বরিশা ক্লাব বরাবরই এই থিমের মধ্য দিয়ে বেশ কয়েকটি করে সম্মান ছিনিয়ে নেন, এবারও তারা কয়েকটি সম্মানে ভূষিত হয়েছেন আজ মহাষষ্ঠী পর্যন্ত এরপর আরো তিনটে দিন বাকি , চলছে বিচারের পালা, বিভিন্ন কোম্পানী তাহাদের জাজমেন্ট করে যাচ্ছেন, দূর দুরান্ত থেকে পুজো প্রেমীরা ভিড় করছেন বরিশা ক্লাব প্রাঙ্গনে,
আর সকল দর্শকদের মুখে একটাই কথা দারুন হয়েছে, একটা অন্যরকম ভাবনা আমাদের এনে দিয়েছে। আর যেভাবে সিমেন্টের উপর সুক্ষ সুক্ষ কাজ তুলে ধরেছেন ও মডেল তুলে ধরেছেন ,আমরা অবাক হলাম। শুধু তাই নয় প্রতিটা পিলারে যেভাবে মূর্তিগুলি খোদাই করেছেন শিল্পীদের বাহবা না দিয়ে কিছু বলা সম্ভব নয়, আর সামনে এসে না দেখলে কিছু বোঝা মুশকিল, থিমের সামঞ্জস রেখে প্রতিমার রূপটিও খুব সুন্দর দিয়েছেন। পুজো উদ্যোক্তারা,