বৃহস্পতিবার ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১০:৫৭
শিরোনামঃ
আগামী বছর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবেই-প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা অপসারণ। পঞ্চগড়ে গৃহবধূকে হত্যার অভিযোগ স্বামী পলাতক-এলাকাবাসী ক্ষুব্ধ। মিরপুরে. পোশাক কারখানায় আগুনে নিহত ১৬- মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন ৬। শেখ হাসিনাসহ ২৬২ জনকে আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ।। নারায়ণগঞ্জ কাইকার ব্রিজের ঝোপ থেকে বস্তাবন্দি যুবতীর মরদেহ উদ্ধার করে পুলিশ। খুলনায় ফিল্ম স্টাইলে দুর্বৃত্তের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ ২ যুবক সুবর্ণচরে অবৈধ সম্পর্কের দায়ে মাদ্রাসা সুপারসহ নারীকে আদালতে প্রেরণ  চৌহালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন দশ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ পুলিশের সদস্যকে আটক

কলকাতা সপ্তম দফা ভোটে , দমদম লোকসভা কেন্দ্রের বেশ কয়েকটি বুথে উত্তেজনা ও হাতাহাতি।

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ২, ২০২৪, ২:৩৮ পূর্বাহ্ণ
  • ১২৩ ০৯ বার দেখা হয়েছে

 

সপ্তম দফা ভোটে , দমদম লোকসভা কেন্দ্রের বেশ কয়েকটি বুথে উত্তেজনা ও হাতাহাতি।

”শম্পা দাস,সম্পাদক,নগর টিভি,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো””

আজ ১লা জুন শনিবার, দমদম লোকসভা কেন্দ্রের বরানগর পৌরসভার অন্তর্গত কয়েকটি বুথ ছাড়া ,বেশ কয়েকটি বুথে গন্ডগোলের সৃষ্টি হয় হাতাহাতি পর্যন্ত হয়। দমদম লোকসভা কেন্দ্রে বরানগর পৌরসভার অন্তর্গত বেশ কয়েকটি বুথে এবারে লোকসভা ভোট ও বিধানসভার উপ নির্বাচন ভোট একই সাথে হচ্ছে, ফলে এলাকা উত্তপ্ত, জানা গেছে বরানগর পৌরসভার আলমবাজার তাঁতিপাড়ার তিন নম্বর ওয়ার্ড, নয় নম্বর ওয়ার্ড, সাত নম্বর ওয়ার্ড ,এক নম্বর ওয়ার্ডের পার্ট নম্বর ১১৩ অধীনে সব কটি ওয়ার্ডে শান্তিপূর্ণ ভোট হয়েছে।, তৃণমূলের তরফ থেকে বলেন, তনময় ভট্টাচার্য জানেন একটি ভোটও পাবেন না। তাই ওনার মতিভ্রম হয়েছে, উনি বয়স জ্যেষ্ঠ আমার হাঁটুর সমান, তাই কিছু বললাম না, আমরা দিদির অনুগামী দিদির পথ অনুসরণ করে চলি তাই আমরা ঝাম ভোট কিছুটা শান্তিপূর্ণ হলেও বেশ কয়েকটি জায়গায় বিরোধী দলের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়, তাদের এজেন্টদের বুথে ঢুকতে দেওয়া হচ্ছে না, এজেন্টের মারধর করা হচ্ছে এবং ভুয়ো ভোটার ভোট দিচ্ছেন, অভিযোগ তুলে লোকসভার বিজেপি প্রার্থী সজল ঘোষ বলেন, ভুয়ো ভোটার না হতো তাহলে এখান থেকে চলে গেলেন কেন সামনে দাঁড়িয়ে দেখাক, তারা সত্তিকারের ভোটার, এই নিয়ে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়, এবং বলেন আমার প্রাণ থাকতে আমি এখান চলে যাব না দেখি কিভাবে ভুয়ো ভোট দেয়, তিনি বলেন বিভিন্ন জায়গায় আমাদের লোকেদের মারধর করা হচ্ছে এবং গাড়ি ভাঙচুর করা হচ্ছে, তৃণমূলের লোকেরা বুটেবুতে চড়াও হচ্ছে বলে অভিযোগ জানান, মাঝে মাঝে সেন্ট্রাল ফোর্সকে তাড়া করতেও দেখা যায় কিছু বুথে, বুথের কাছে আসতে দিচ্ছেন না। বরানগর পৌরসভার উপনির্বাচনের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি বলেন, আমি আশাবাদী এলাকার মানুষ আমাকে যেমন ভালোবাসে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ভালোবাসেন, তাই আমার দৃঢ় বিশ্বাস এলাকার মানুষ তাদের কাজের মানুষকে ভোট দেবেন এবং বিপুল ভোটে জয়যুক্ত করাবেন। আমি সব সময় সবার পাশে থাকেন বিভিন্ন প্রকল্প তুলে ধরেন এবং সকল মহিলাদের নিয়ে চলার পথ দেখান, আর আমি এইটুকুন আশা করব ভোট শান্তিপূর্ণভাবে হোক এটাই চাই, কোনরকম বিশৃঙ্খলা না করে সাধারণ মানুষ যেন সুষ্ঠুভাবে ভোট দেয় এটাই কামনা করি। এলাকার মানুষ নির্বিঘ্নে ভোট দিচ্ছে।

”শম্পা দাস,সম্পাদক,নগর টিভি,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো””

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell