আজ ১৬ই নভেম্বর বৃহস্পতিবার, বিকেল সাড়ে চারটায়, সেন্ট্রাল এভিনিউ ক্রসিং ও নালন্দা পার্কের সম্মুখে, ৪৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিমল সিং এর নেতৃত্বে, প্রায় এক হাজার মহিলাদের হাতে ছট পুজোর সামগ্রী তুলে দিলেন।
এই ছট পুজোয় যে সকল সামগ্রী লাগে , সেগুলি সাজিয়ে মহিলাদের হাতে দিলেন, কলার কাঁদি ,আঁক বাতাবি লেবু, শসা ও বিভিন্ন উপকরণ।
এই অনুষ্ঠানের শুভ সূচনা করলেন মাননীয় সংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং উপস্থিত ছিলেন বিধায়িকা নয়না বন্দ্যোপাধ্যায়। এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলরগণ, , সুদীপ বন্দ্যোপাধ্যায় ও নয়না বন্দ্যোপাধ্যায় এবং বিমল সিং মহাশয় প্রত্যেকের হাতেই সামগ্রী তুলে দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন।,
এরপর উপস্থিত অতিথিদের উত্তরীয় পরিয়ে পুষ্পস্তবক ও অন্যান্য সামগ্রী দিয়ে সম্বর্ধনা জানান। সংক্ষিপ্ত বক্তৃতার মধ্য দিয়ে তাহারা বলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুধু বাঙ্গালীদের কথায় ভাবেন না, তিনি সমস্ত জাতির কথা ভাবেন, তাই দুর্গোপূজো, কালীপুজো থেকে শুরু করে জগধাত্রী পুজো ও ছট পুজো পর্যন্ত তিনি বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং উৎসাহিত করেছেন,,
এমনকি প্রত্যেক ওয়ার্ডের কাউন্সিলরদের নির্দেশ দেন কাজ করার, এবং সুযোগ করে দিয়েছেন,, তাই বাঙ্গালীদের বড় উৎসব দুর্গো উৎসব এবং কালীপুজোর পরেই ছট পুজো, তাই ৪৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিমল সিংহ মহাশয় ছট পূজো উপলক্ষে ১০০ জন মহিলার হাতে সেই সকল সামগ্রী তুলে দিলেন।, শুধু তাই নয় বিমল সিং মহাশয় এলাকাবাসীদের সবসময় পাশে থাকার চেষ্টা করেন এবং তাদের আপদে-বিপদে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।।
বিমল সিং মহাশয় বলেন , আমি গর্বিত মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং কৃতজ্ঞ,, যে তিনি আমাকে বিভিন্ন কাজের সুযোগ করে দিয়েছেন এবং উৎসাহিত করছেন,, না হলে কখনোই এইভাবে করা আমার সম্ভব হতো না।
আমি চাই আমার ওয়ার্ডের যে সকল এলাকাবাসী রয়েছেন, তাদের পাশে থাকতে এবং তাদের পাশে থেকে বিভিন্ন কাজকর্ম করার,, যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত ধর্মকে নিয়ে চলার চেষ্টা করছেন ,,আমরাও তাহার পাশে থেকে সেই সহযোগিতা করার চেষ্টা করছি, ,, আর সকল ছট পুজোর মহিলা বৃন্দকে জানাই, আপনারা আনন্দ করুন, উৎসব করুন, এই শুভেচ্ছা রইল। এর সাথে সাথে মিডিয়া বন্ধুদেরও একইভাবে কৃতজ্ঞতা জানালেন, সারাক্ষণ থেকে সহযোগিতা করার জন্য।।