আজ ৬ই নভেম্বর সোমবার, দুপুর বারোটায় সুবোধ মল্লিক স্কোয়ারে জমায়েত হয়ে, কয়কশো মহিলা পরিচারিকা, দুপুর দুটোয়, মল্লিক স্কোয়ার থেকে এক বিশাল মিছিল এস এন ব্যানার্জী রোড হয়ে ধর্মতলায় হোয়াই চ্যানেলের কাছে আসে
, এবং গণস্বাক্ষর সহ মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন দেন, মিছিলে বিভিন্ন দাবী তুলে ধরেন , তাহাদের ন্যায্য পাওনা ও ন্যায্য দাবী মেটানোর জন্য, মাননীয় মুখ্যমন্ত্রী তাহাদের দৃষ্টিগোচর করেন, দাবী গুলি হল,,,,,
সামাজিক সুরক্ষা প্রকল্পে সুযোগ সুবিধা দিতে হবে, কোনো রকম বাতিল ও ছাঁটাই করা চলবে না,, সপ্তাহে একদিন সবেতন ছুটি ঘোষণা করতে হবে, অবিলম্বে মদ ও মাদক দ্রব্যের প্রসার বন্ধ করতে হবে,
বিদ্যুৎ ক্ষেত্রে ডিজিটাল মিটারের পরিবর্তে, স্মার্ট মিটার লাগানো চলবে না, চাকরি জীবি মহিলাদের কেউ গর্ভবতী হলে,তাহাদের সরকারি নিয়ম অনুযায়ী ছুটি দিতে হবে, এবং সমস্ত সুযোগ সুবিধা, কোনো কিছু কাটা চলবে না।।আরো বেশ কিছু দাবী নিয়ে, প্রায় ৬ থেকে ৭০০ মহিলা পরিচারিকা এই মিছিলে সামিন হন এবং পায়ে পা মেলান, সরকার যদি আমাদের দাবী মেনে না নেয়,তাহারা আরও বৃহত্তর আন্দোলনে নামবেন।