প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৪:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৪, ২০২৩, ৩:১৯ পূর্বাহ্ণ
কলকাতা ৫৩ তম বর্ষে পদার্পণ করল পাহাড়পুর আমরা ক জন ক্লাব- পুজো ধরে রেখেছেন
৫৩ তম বর্ষে পদার্পণ করল পাহাড়পুর আমরা ক জন ক্লাব,,,, দেখতে দেখতে ৫৩ তম বর্ষে পদার্পণ করলো,
শম্পা দাস,সম্পাদক,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো
, ,, বিধানগড় ও রবীন্দ্রনগর থানার সংযোগস্থলে পাহাড়পুর আমরা ক জন ক্লাব, ,, ,, থিম নাইবা হোক,, কিন্তু প্রত্যন্ত গ্রামের ছোট ছোট ছেলে মেয়েরা একত্রিত হয়ে ,,যেভাবে ৫৩ টি বছর এই পুজোকে ধরে রেখেছেন এলাকার মানুষ গর্বিত,, যাহারা এই পূজোকে একটি সুন্দর রূপদান করেছেন এবং পূজোর আয়োজন করেছেন তাহারা কেউ চাকরিজীবী বা পয়সাওয়ালা ঘরের কেউ নয়।,,
, কেউ স্কুল পড়ুয়া,,, কেউবা কলেজ পড়ুয়া,,, কেউবা বাবা-মা কে সাহায্য করতে কোন একটা ছোট কাজে যুক্ত,, , এবং যে এলাকায় এই পুজটি শুভ সূচনা হয়, , অতি গ্রাম্য পরিবেশ এবং কেউ সচ্ছল পরিবারের নয়,,,, কিন্তু সবাই এই ছোট ছোট ছেলে মেয়েদের পাশে উৎসাহ দিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ,,আর তাহাদের উৎসাহয় ও সাহসে এই সকল ছেলে মেয়েরা ৫৩ টি বছর এই পুজো চালিয়ে যাচ্ছেন।, ,,
কিন্তু এলাকার মানুষ এই সকল ছেলেদের কে যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করেছেন উৎসাহিত করতে,, ক্লাবের ছেলে মেয়েরা জানালেন ,আমরা শুধু পুজো করছি তাই নয়। আমরা ছোট ছোট ভাই-বোনদের উৎসাহিত করতে কিছু অনুষ্ঠান ছোট ছোট রেখেছি। যাতে তাহারাও আমাদের সাথে এইভাবে আনন্দে কাটাতে পারে,
ছবি আঁকা, কবিতা ,গান এর প্রতিযোগিতা আমরা রেখেছি ,,এলাকার ছোট ছোট ভাই বোনেরা এই মঞ্চে তাদের অনুষ্ঠান করবে,, ,, আর সত্যিই আমরা গিয়ে দেখলাম ,,একটা আলাদা আনন্দ গ্রামের ছেলে মেয়েদের এই পুজোতে,,
নাইবা আলোর রসনাই নাইবা নতুন জামা প্যান্ট। কিন্তু পুজোতে মেতে আছে সবাইকে নিয়ে,, ,, আর তাহারা জানালেন আমাদেরকে দায়িত্ব দিলেও ,আমরা আমাদের বাবা ও মায়ের বয়সী কয়েকজনকে এই ক্লাবের মধ্যে দায়িত্বে রেখেছি, কারণ তাদের পরামর্শই আমাদের এগিয়ে যাওয়ার পথ,, ,,,
আমরা আনন্দিত গর্বিত এই একটি গ্রামের পুজোতে এসে,,, এতটাই গ্রামের ছেলে মেয়েরা নিষ্ঠা ভোরে এই পুজো করেন,,,, তাই তাদেরকে আরো উৎসাহিত করতে,,,,,,, আমরা দুই বাংলার সেরা শ্যামা সম্মান তুলে দিলাম।,,,,, আর এই সম্মান পেয়ে ক্লাবের ছেলে মেয়েরা গর্বিত আনন্দিত।।
শম্পা দাস,সম্পাদক
দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.