আজ উনিশে অক্টোবর বৃহস্পতিবার, মহাপঞ্চমীর পূর্ণ লগ্নে, সকাল থেকেই মেতে উঠেছে সারা কলকাতা শহর, মোড়ে মোড়ে প্রশাসনের লোকেরা হিমশিম খাচ্ছেন, সাধারণ মানুষকে রাস্তায় কন্ট্রোল করাতে
, আর সেই মুহূর্তে আমরা পৌঁছালাম শ্যামবাজার দশের পল্লী সাধারণ দুর্গোৎসব সমিতিতে। একটি সুন্দর থিম মানুষকে উপহার দিয়েছেন ও তুলে ধরেছেন, এই পূজো মন্ডপে দেখা গেল বেশির ভাগই দর্শকেরা সেলফি তুলায় ব্যস্ত,
পুজো উদ্যোক্তাদের এবারের ভাবনা উত্তরপ্রদেশের কিন্নরের মন্দির আদলে এই থিমটি তৈরি করেছেন,
সত্যিই একটি সুন্দর ভাবনা ভেবেছেন , তবে পূজো উদ্যোক্তারা জানালেন, আমরা কোন প্রতিযোগিতার জন্য এই থিম তৈরি করিনি, শুধু মানুষকে আনন্দ দেওয়ার জন্য কয়েকদিন, আমাদের মনের ভাবনায় যা এসেছে সেটাই তুলে ধরার চেষ্টা করেছি, আগেরবারের পুজোর পর থেকেই আমরা এই ধরনের একটি ভাবনা ভেবেছিলাম,
যে ভাবনাটি ১৫ হাজার ফিটের উপরে সেই সকল মন্দিরের আদলে তৈরী, আমরা ভাবনা ও থিমটি মানুষের সামনে তুলে ধরেছি। এবং আমাদের প্রতিমা টিও থিমের সাথে সামঞ্জস্য রেখেই আনা হয়েছে।এছাড়াও জানালেন আমরা পূজোতে কোনরকম অনুষ্ঠান রাখিনি, অন্যান্য পূজো মতো আমরা তেমন বড় করে করতে পারিনা, তবে চেষ্টা করছি আগামী দিনে যদি অন্যান্যদের মতো এগিয়ে যেতে পারি,
এছাড়াও আমরা পূজোতে একটি বার্তা দিচ্ছি, ডেঙ্গুর হাত থেকে নিজেদের সতর্ক রাখুন এবং সবাই প্লাস্টিক বর্জন করুন, যদি আমরা সবাই মিলে সচেতন হই তাহলে সব কিছুই বন্ধ করা সম্ভব, কোনরকম পাত্রে জল জমা রাখবেন না এবং নিজেদের এলাকা পরিষ্কার রাখুন , আর পুজো কটা দিন আনন্দে কাটান।