নেত্রকোনার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের বউ বাজার এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে তিন কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই কিশোর।
নিহতরা হলো- উপজেলার পূর্ব জিগাতলা গ্রামের মো. আবু বকর (১৪), মো. মাসুম মিয়া (১৫) ও একই উপজেলার বামনগাঁও গ্রামের মো. সুমন মিয়া (১৫)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, উপজেলার সীমান্ত এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই মো. আবু বকর ও মো. মাসুম মিয়া (১৫) মারা যায়। হাসপাতালে নেওয়ার পরে সুমন মিয়া নামে আরও এক কিশোরের মৃত্যু হয়। ওই দুটি মোটরসাইকেলে পাঁচজন ছিল।