নগর সংবাদ।। (আশিকুর রহমান, কলমাকান্দা উপজেলা প্রতিনিধি) নেত্রকোনার জেলার কলমাকান্দা উপজেলায় বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের আজ ৭২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামাল বাংলাদেশ ছাত্রলীগের একজন নিবেদিত প্রাণ ছিলেন । একজন ক্রীড়া সংগঠক,ছাত্রসংগঠক,নাট্যকর্মী ও মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সাংস্কৃতিক,খেলাধুলার প্রায় প্রতিটি অঙ্গনে তরুন বয়সে তিনি রেখেছেন মূল্যহীন অবদান । আজ তার জন্মদিনে কলমাকান্দা উপজেলা ছাত্রলীগ , কলমাকান্দা উপজেলা যুবলীগের পক্ষ থেকে পুষ্পস্তক অর্পণ করা হয় । এ সময় উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান সেলিম , সহ-সভাপতি তাজউদ্দিন আহমেদ , সহ-সভাপতি হরিপদ ,যুগ্মসাধারণ সম্পাদক (বীর মুক্তিযোদ্ধার সন্তান) মোস্তাফিজুর রহমান ময়না। এতে আরো উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা ছাত্রলীগের আগামীর কান্ডারী মানবিক ছাত্রনেতা, মোঃ আওয়াল মিয়া , আরো উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা ছাত্রলীগের কর্মীবৃন্দ। উপস্থিত সবাই দেশবাসীর কাছে দোয়া চেয়ে তার মাগফেরাত কামনা করেন।