নগর সংবাদ,, আশিকুর রহমান,নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ নেত্রকোনা জেলার কলমাকান্দায় অনুষ্টিত হয়েছে তৃতীয় ধাপের ইউপি নির্বাচন। তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ঘঠলেও আজ শান্তিপুর্ন ভাবেই অনুষ্টিত হয়েছে ভোট গ্রহন। আজ রবিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলে ভোট গ্রহন। খারনৈ ইউনিয়ন এর বামনগাও মিশনারী স্কুল কেন্দ্রে ভোট স্থগিতের কারনে উক্ত ইউনিয়ন এর ফলাফল স্থগিত করা হয়েছে। উক্ত কেন্দ্রের ভোট গ্রহন স্থগিতের তথ্য নিশ্চিত করেছেন কলমাকান্দা থানার ওসি মোঃ আব্দুল আহাদ খান। স্থানীয় সুত্রে থেকে জানা যায়, কলমাকান্দার ৭ টি ইউনিয়নে যারা নির্বাচিত হলেন তারা হলেন, রংছাতি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোঃ আনিসুর রহমান ( বাবুল পাঠান) আনারস প্রতীকে,কলমাকান্দা সদর ইউনিয়নে আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী মোঃ আব্দুল আলী বিশ্বাস (ঘোড়া প্রতীকে), বড়খাপন ইউনিয়নে আওয়ামীলীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম ( ঘোড়া প্রতীকে),পোগলা ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী মোঃ মোজাম্মেল হক ( নৌকা প্রতীকে) কৈলাঠি ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী মোঃ জয়নাল আবেদীন ( নৌকা প্রতীকে) লেংগুরা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোঃ সাইদুর ভুঁইয়া ( আনারস প্রতীকে) নাজিরপুর ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী মোঃ আব্দুল আলী (নৌকা প্রতীকে)। অন্যদিকে স্থগিত বামনগাও মিশনারি স্কুল কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আব্দুল বাতেন জানান, ভোট গ্রহন চলাকালে দুপুরের দিকে নৌকার মনোনীত প্রার্থী এবি এম সিদ্দিক মন্ডল সহ তার সমর্থকররা এজেন্ট দের মারধর করে সকল এজেন্ট দের বের করে দিয়ে তারা নিজেরা ব্যালট পেপার চিনিয়ে নিয়ে নিজেরাই সীল দেওয়া শুরু করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ৫ রাউন্ড ফাকা গুলি বর্ষন করে। কলমাকান্দা উপজেলায় ৮ টি ইউনিয়নে মোট ভোটারের সংখ্যা দুই লক্ষ্য সাত হাজার একশত তিপ্পান্ন জন। এদের মধ্যে পুরুষ এক লক্ষ ছয় হাজার একশত তিরাশি জন,মহিলা এক লক্ষ নয়শত ছয়ষট্বি জন ও হিজরা ভোটার রয়েছেন ছয়জন।