প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৯:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২১, ২০২১, ৬:৫৬ অপরাহ্ণ
কলমাকান্দায় ওয়ার্ল্ড ভিশনের ৫০ বছর পূর্তি উদযাপন ।
নগর সংবাদ।। আশিকুর রহমান,নেত্রকোনা জেলা প্রতিনিধি ঃ নেত্রকোনা জেলার কলমাকান্দায় কর্মরত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, নাজিরপুর এপির উদ্যোগে মঙ্গলবার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে কলমাকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহেল রানার সভাপতিত্বে ও এপি প্রোগ্রাম অফিসার টুকি চাম্বুগং এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, আফরোজা বেগম শিমু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস, প্রেসক্লাব সম্পাদক ফখরুল আলম খসরু, সাংবাদিক জাফর উল্লাহ। অনুষ্ঠানে ৫০ বছর পূর্তির কেক কাটা সহ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের পুষ্টি, স্বাস্থ্য, ওয়াশ, শিক্ষা ও শিশু সুরক্ষার উপর সংস্থার সার্বিক কর্মকান্ডের ফিরিস্তি উপস্থাপন করেন এপি ম্যানেজার পরিতোষ রেমা।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.