নগর সংবাদ।। আশিকুর রহমান,নেত্রকোনা জেলা প্রতিনিধি। চলছে এসএসসি পরীক্ষা। গত রবিবার সারা দেশেই আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে এস এস সি পরীক্ষা। প্রতিবছর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে এসএসসি পরীক্ষা শুরু হলেও করোনার কারণে দীর্ঘ প্রায় দেড় বছর অপেক্ষা করতে হয় শিক্ষার্থীদের। করোনা সংক্রমণ কমে আসলে পুনর্বিন্যাস করা সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। শেষপর্যন্ত দেড় বছর পর এসএসসি পরীক্ষার আসনে বসতে পারলো শিক্ষার্থীরা। মহামারীর কারণে এবারের এসএসসি পরীক্ষা হচ্ছে ভিন্ন আমেজে।
সারা দেশের ন্যায় নেত্রকোনা জেলার প্রত্যেকটি কেন্দ্রতেই জমজমাট ভাবেই হচ্ছে পরীক্ষা। তেমনি নেত্রকোনা জেলায় কলমাকান্দা উপজেলার কলমাকান্দা আল জামিয়াতুল ইসলামিয়া ফাজিল মাদ্রাসাতেও দেখা যায় একই চিত্র। পরীক্ষায় প্রায় অত্র মাদ্রাসার সকল শিক্ষার্থীরাই অংশগ্রহন করেছে বলে জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায়, প্রায় দীর্ঘ দেড় বছর শেষে পরীক্ষায় অংশগ্রহন করতে পেরে খুবই আনন্দ লাগছে তাদের। তারা বলেন, আমরা অধীর আগ্রহ, উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়েই আমরা আমাদের পরীক্ষা গুলো দিচ্ছি।
আর করুনা মহামারীতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারনে সিলেবাস কমিয়ে দেওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কেউ কেউ জানায়, প্রশ্ন মান সম্মত হচ্ছে, ভালোই লাগছে পরীক্ষা দিতে। আবার কেউ কেউ জানায়, পরীক্ষার প্রশ্ন গুলো মোটামোটি কটিন হচ্ছে। তাই তারাও প্রতি বছরের মতো মনোযোগ সহকারেই পরীক্ষায় অংশগ্রহন করছে। তারা প্রতি বছরের মতোই এবছরও ভালো রেজাল্ট করবে বলে প্রত্যাশা রাখছে।