প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ১১:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২২, ২০২১, ১১:৫৬ অপরাহ্ণ
কলমাকান্দা কলেজ রোডের বেহাল অবস্থা ,দুর্ভোগে পথযাত্রীরা।
নগর সংবাদ।। আশিকুর রহমান, কলমাকান্দা উপজেলা প্রতিনিধি ( নেত্রকোনা)। চিত্রটি কলমাকান্দা সরকারি কলেজ রোডের । রাস্তাটির অবস্থা খুবই ভটা ভয়াবহ। রাস্তাটিতে চলাফেরা করতে গিয়ে খুবই দুর্ভোগের স্বীকার হন পথযাত্রীরা। আজ ২২ আগস্ট সরজমিনে গিয়ে দেখা যায় , দুপুর ১ টার দিকে এক বিশাল যানজটের সৃষ্টি হয়। যানজট টি কলমাকান্দা পাঁচগাঁও অটোস্ট্যান্ডের থেকে শুরু করে এক বিশাল লম্বা লাইনের যানজট সৃষ্টি করে।
এটিই একমাত্র রাস্তা কলমাকান্দা সরকারি কলজের যাওয়ার। এছাড়াও একই রাস্তা দিয়ে চলাচল করতে হয় বিশরপাশা, কলমাকান্দা বর্ডার পাচগাও, ডাইয়ার কান্দা ,রংছাতি ,সহ বেশ কয়েকটি গ্রামের লোকজনদের । রাস্তায় চলাফেরা করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ভোগের স্বীকার হচ্ছেন এই এলাকার জনবসতি সহ বেশ কয়েকটি এলাকার মানুষ । মাঝে মধ্যেই বড় বড় ট্রাক এসে আটকে যাওয়ার ফলে ঘণ্টার পর ঘণ্টা যানজটের সৃষ্টি হয়। আজ সরজমিনে গেলে দেখা মিলে এই চিত্রের । পথযাত্রী দের সাথে কথা বলে জানা যায় , পুরো রাস্তা জুড়েই রয়েছে বিশাল বিশাল কয়েকটি গর্ত। যার কারণে গাড়ি গুলো টিক মত চলাফেরার জায়গা পাচ্ছেনা।ফলে এত বড় যানজটের সৃষ্টি। স্থানীয়রা জানান , এই রাস্তা নষ্ঠের মূল কারণ লরি ট্রাক । ট্রাকগুলো দিনে রাতে এই রাস্তা দিয়ে বালুর সরবরাহ করে । যার কারণে রাস্তাটি জুড়ে গর্তের সৃষ্টি হয়। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং কর্তৃপক্ষ যেনো খুব দ্রুত এই রাস্তা মেরামতের কার্যাবলী শুরু করেন এই প্রত্যাশা ব্যক্ত করেছেন ।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.