কলমাকান্দা বাসীর কষ্ট
মোঃ এস কে বাবুল --------------------------------------- বর্তমান দিনকাল করে রেখেছে মোদেরকে কাঙ্গাল। বাস,ট্রাক আর বালুর লড়ি, কেড়ে নিয়েছে আমাদের জমিদারী আর সড়ক পথে শুধু করে দেরি। অটো রিক্সা আর মিশুক মোদের মনে নেই সুখ। যাত্রীরা সব নেমে গেল ভাড়া মোদের নাইবা দি কলমাকান্দা এক গলির রাস্তা আগের মতো নয় সস্তা। কলমাকান্দার ধূলা বালি সোনার চেয়েও হল দামী। বালু পাথরের গাড়ী দিবা রাত্রি চলে ভারি। কেউবা আবার খাচ্ছে ঘুমের বড়ি রাস্তা ভেঙ্গে করে চাউলের গুড়ী। হায়রে আমার! কলমাকান্দা বাসীর কষ্ট!! রাস্তা সব ভেঙ্গে হল নষ্ট।